ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শুধুই ‘সাক্ষীগোপাল’ গ্রিন গ্যালারি

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
শুধুই ‘সাক্ষীগোপাল’ গ্রিন গ্যালারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডয়ামের গ্রিন গ্যালারি/ছবি: মাহমুদ হোসেন

সিলেট: পুরোটাই ধূসর। ঘাসহীন ন্যাড়া টিলা। অথচ নাম তার গ্রিন গ্যালারি। যে নামে বিশ্বজোড়া সুনাম কুড়িয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

'গ্রিন গ্যালারি' স্টেডিয়ামটিকে পরিচিতি দিয়েছে বিশ্বব্যাপী। কিন্তু নকশার আদলে গ্রিন গ্যালারি তৈরী হয়নি আদৌ।

আর বিবর্ণ চিত্র দেখতে দেখতে কেটে গেল ক’টি বছর। কেবল সাক্ষীগোপালের ভূমিকায় থেকে গেল গ্রিন গ্যালারি!

কর্তৃপক্ষের কেবল একটাই আশ্বাস 'ঘাস লাগানো হচ্ছে, উঠবে, উঠছে'। বিগত দিনে বিপিএল'র খেলাও হয়েছে এ মাঠে। তখনো কর্তৃপক্ষের সুর একই ছিল গ্রিন গ্যালারি নিয়ে। এবারো এই সুরে নেই ভিন্নতা। বরং দৃষ্টিনন্দন স্টেডিয়ামের জন্য এখন যেন গলার কাঁটা গ্রিন গ্যালারি।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেটের ক্রীড়ামোদীরা। ক্রীড়া লেখক সমিতি সিলেটের সভাপতি মান্না চৌধুরী বাংলানিউজকে বলেন, গ্রিন গ্যালারি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা রীতিমতো তামাশা করছে। স্টেডিয়ামের যাত্রালগ্নে কিছুটা ঘাস থাকলেও এখন তাও নেই। এখন একটি ন্যাড়া টিলা করে রাখা হয়েছে। মাঠে খেলা হলে ওই স্থানে বসা নিয়ে দর্শকদেরও আগ্রহ নেই।

তিনি বলেন, নকশায় খানিকটা উঁচু টিলায় ফ্লাট গ্রিনহিল ছিল। কিন্তু টিলাটি কেটে যেরকম করা হয়েছে এটা দুনিয়ার কোথাও নেই। পুরোপুরি হাস্যকর। ফলে দর্শকদের আকর্ষণ হারিয়েছে এই গ্যালারি।

ছবি: মাহমুদ হোসেনসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস সুজক বাংলানিউজকে বলেন, আমরা এবার ঘাস লাগিয়েছি। ঘাস উঠতে একটু সময় লাগবে। আর টিলাটি কিছুটা সংস্কার করা হয়েছে। কেটে ‘র’ লাইন করা হয়েছে। অচিরেই এর সৌন্দর্য ফিরে আসবে।

খোঁজ নিয়ে জানা গেছে, এই মাঠে হয়ে যাওয়া বঙ্গবন্ধু বিপিএল'র ম্যাচগুলোতে গ্রিন গ্যালারিতে মাটিতে ত্রিপল বিছানো ছিল। এরপরও দর্শক টানতে পারেনি গ্যালারিটি। তখন এই গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা ছিল। বিবর্ণ এই গ্যালারিতে দর্শক টানতে এবার টিকিটের মূল্য ১০০ টাকা রাখা হয়েছে।

তাছাড়া ক্রীড়ামোদিদের অনেকে বলেন, যে গ্রিন গ্যালারির কারণে নান্দনিক এই স্টেডিয়াম সেই গ্যালারিকে আরো দর্শনীয় করতে পারতেন সংশ্লিষ্টরা। দর্শকদের সুবিধার্থে ছায়াবৃক্ষ লাগাতে পারতেন।

সরেজমিনে দেখা গেছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠের পশ্চিম-উত্তর প্রান্তে টিলাকে আপন আকৃতিতে রেখে গ্রিন গ্যালারি করার নকশা প্রস্তুত করা হয়। টিলার পেছনের অংশে বাঁশঝাড় ও ছায়া বৃক্ষ রাখা হয়। কিন্তু প্রায় দু’বছর ধরে সংস্কারের নামে টিলার শ্রেণি পরিবর্তন করা হলেও গ্রীন গ্যালারি আর হয়ে ওঠেনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল নকশা/ছবি: মাহমুদ হোসেনভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস সুজক আরো বলেন, গ্রিন গ্যালারি করার জন্য বা পুনর্নির্মাণের জন্য কি পরিমাণ বরাদ্দ, তা জাতীয় ক্রীড়া পরিষদ বলতে পারবে। এ বিষয়ে আমরা কিছুই জানি না। এছাড়া স্টেডিয়ামের বেশ কিছু চেয়ার ভাঙা রয়েছে। সেগুলো ঠিক করার জন্যও জাতীয় ক্রীড়া পরিষদকে লিখিতভাবে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্টেডিয়ামে আসন সংখ্যা ছিল ১৩ হাজার ৫৩৩টি। গত বিপিএল আসরে আসন সংখ্যা বাড়ানো হয়েছে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে। বর্তমানে স্টেডিয়ামের পূর্ব দিকের গ্যালারি দ্বিতল করা হয়েছে। এ নতুন গ্যালারিতে আসন সংখ্যা হয়েছে তিন হাজার ৬৬০টি। ৬১৫ ফুট দৈর্ঘ্য এবং ৪৮৫ ফুট প্রস্থের স্টেডিয়ামে সবমিলিয়ে আসন সংখ্যা দাঁড়াচ্ছে ১৭ হাজার ১৯৩টি। অথচ আসন বৃদ্ধি করা হলেও বছরের পর বছর গ্রিন গ্যালারি বিবর্ণ রয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘন্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
এনইউ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।