ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

খুলনায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
খুলনায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী শনিবার

খুলনা: খুলনায় তিন দিনব্যাপী ৩য় শামসুর রহমান মানি স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (২৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

মহানগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত জাতিসংঘ শিশুপার্কে এ টুর্নামেন্টের আয়োজন করেছে ঐতিহ্যবাহী পঞ্চবীথি ক্রীড়া চক্র।

টুর্নামেন্টের ‘মিডিয়া পার্টনার’ হিসেবে রয়েছে দেশের শীর্ষ অন-লাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

শনিবার রাত ৮টায় টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেন। সম্মানিত অতিথি থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল, বঙ্গবন্ধু ভ্রাতুষ্পুত্র শেখ জালাল উদ্দিন রুবেল,খুলনা সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন , খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান।

সভাপতিত্ব করবেন শামসুর রহমান মানির বড় ছেলে পঞ্চবীথি ক্রীড়া চক্রের প্রধান পৃষ্ঠপোষক সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।

খেলায় ১৬টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো, জেড এ মোরশেদ ক্রিকেট একাডেমী, শেখ রাসেল, মদীনা স্পোর্টি ক্লাব, ফ্রেন্ডস ফর এভার, আয়মান, শান্তিধাম কিংস, স্টার বয়েজ, আর এস বয়েজ, ইকবাল নগর অ্যাভেঞ্জার্স, খুলনা বুলস, এইট স্টার, চ্যালেঞ্জিং অলরাউন্ডারস, দূরন্ত শান্তিধাম, গ্রীম বয়েজ, ব্রাদার্স ও এ টিম হ্যাজ নো নেম।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯ , ২০২০
এমআরএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।