ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফুটবলের মাঠে ক্রিকেটের বিশ্বজয়ী সাকিবকে সংবর্ধনা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
ফুটবলের মাঠে ক্রিকেটের বিশ্বজয়ী সাকিবকে সংবর্ধনা! কথা বলছেন ক্রিকেটার তানজিম হাসান সাকিব। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট নগরের টিলাগড়ে ফুটবলের মাঠে সংবর্ধিত হলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় বালাগঞ্জের কৃতি সন্তান ক্রিকেটার তানজিম হাসান সাকিব।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে নগরের টিলাগড়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত কাউন্সিলর আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনার জবাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য তানজিম হাসান সাকিব বলেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে গ্যালারি ভর্তি এক তৃতীয়াংশ দর্শক ছিলেন বাংলাদেশি।

দেশের প্রতি ভালবাসা দেখিয়ে তারা মাঠে উপস্থিত থেকে আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। দেশের মানুষের সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে আজকের বিশ্বজয়ী অনুর্ধ্ব-১৯ দলের প্রতিটি খেলোয়াড় একসময় ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেবে।

তিনি বলেন, আমাদের মতো নতুন প্রজন্ম পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে মাদক ও অপরাধ প্রবণতা থেকে রক্ষা পাবে।

এসময় প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বিশ্বকাপ জয়ী সাকিবকে অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্বচ্যাম্পিয়নরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। আর সেই দলেরই সদস্য হয়ে খেলে সাকিব সিলেটের মুখ উজ্জ্বল করেছেন। সিলেটে নতুন প্রজন্মের যারা ক্রিকেটচর্চা করছেন, তাদের কাছে সাকিব এক অনুপ্রেরণার নাম হয়ে থাকবেন। সাকিব প্রমাণ করেছেন অদম্য ইচ্ছা থাকলে যেকোনো কঠিন চ্যালেঞ্জ জয়ও সম্ভব।

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, অনূর্ধ্ব-১৯ দলের সদস্য সাকিব একদিন বাংলাদেশ দলের অপরিহার্য ক্রিকেটারে পরিণত হবেন। সাকিব তার নিজের যোগ্যতা ও ক্রীড়া নৈপুণ্য দিয়ে একদিন জাতীয় দলে ঠাঁই করে নেবেন আশাবাদী। সেদিন জাতীয় তারকা হিসেবে দেশের মানুষ তাকে নিয়ে গর্ব করবেন।

টুর্নামেন্টের প্রবর্তক সিলেট সিটি করপোরেশন (সিসিক) কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও অধ্যাপক লাহিন আহমেদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম, সিসিক কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক ছমর উদ্দিন মানিক প্রমুখ।

পরে বিশ্বকাপজয়ী সাকিবকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

এদিকে বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্য সিলেটের তানজিম হাসান সাকিবকে সংবর্ধনা দিয়েছে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। এইদিন রিকাবীবাজার স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

ওই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি।

অনুষ্ঠানে নিজের অনুভূতি জানিয়ে তানজিম হাসান সাকিব বলেন, এই  সাফল্যের অংশীদার পুরো দেশের মানুষ। আমরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এজন্য সবার অনুপ্রেরণা ও দোয়া প্রত্যাশা করেন তিনি।

এরপর সাকিবকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। পরে কেক কেটে বিশ্বজয়ের আনন্দ ভাগাভাগি করে নেন সাকিব ও তার সহপাঠী, সাবেক কোচ ও ক্লাবের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।