ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ইনজামাম ইনজামাম-উল-হক/সংগৃহীত ছবি

দীর্ঘ জল্পনাকল্পনা শেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের মাটিতে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে মরিয়া পাকিস্তানের জন্য এটা অনেক বড় সুসংবাদ। আর এজন্য বাংলাদেশের প্রতি পাকিস্তানের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।

নিজের ইউটিউব চ্যানেল ‘দ্য ম্যাচ উইনার’-এ প্রকাশিত এক ভিডিওতে সোমবার পাকিস্তান সফরে রাজি হওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বার্তা দিয়েছেন ইনজামাম। শুধু তাই না, তিনি দাবি করেছেন পাকিস্তানিদের ক্রিকেটের প্রতি ভালোবাসার কারণে বাংলাদেশ দল সফরটা দারুণ উপভোগ করবে।

ইনজামাম বলেন, ‘পাকিস্তানে আসার জন্য বাংলাদেশের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। যদিও আমি মনে করি তারা যদি ধাপে ধাপে না এসে একবারেই পুরো সিরিজটা খেলত, তাহলে সেটা আরও ভালো হতো। তবে এটা নিশ্চিত যে, পাকিস্তানের ক্রিকেটপাগল মানুষের সামনে ক্রিকেট খেলাটা তারা উপভোগ করবে। ’

এদিকে ওই ভিডিওতে বাংলাদেশ সিরিজের পাকিস্তান টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া দুই পেসার মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজকে নিয়েও কথা বলেছেন ইনজামাম। সাবেক এই প্রধান নির্বাচকের মতে, এই দুই অভিজ্ঞ বোলারকে বাদ দেওয়া ভুল সিদ্ধান্ত। কারণ সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটে এই দুজনের অভিজ্ঞতা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগাতে পারত পাকিস্তান।

গত ১৪ জানুয়ারি বিসিবি ও পিসিবি এক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে, তিন ধাপে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও শুরুতে সংক্ষিপ্ত সফরের ব্যাপারে রাজি হয়েছিল বিসিবি। সেসময় শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলার ব্যাপারে রাজি হলেও শেষ পর্যন্ত তিন ধাপে টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলার ব্যাপারে সমঝোতা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪-২৭ জানুয়ারি ৩ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। এরপর ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডির মাঠে গড়াবে প্রথম টেস্ট ম্যাচ। তৃতীয় ধাপে এপ্রিলে ফের পাকিস্তান সফরে গিয়ে করাচিতে বাকি টেস্ট ও একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলতে যাবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।