ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে উড়ন্ত বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
ফাইনালে উড়ন্ত বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ছবি: সংগৃহীত

এসএ গেমসের ক্রিকেট ইভেন্টে দারুণ গতিতে ছুটে চলেছে বাংলাদেশের মেয়েরা। এখন পর্যন্ত অপরাজিত টাইগ্রেসরা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শুক্রবার নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে লঙ্কানরা।

পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে শুক্রবার (৬ ডিসেম্বর) স্বাগতিক নেপালকে ৪১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১১৮ রান তোলে লঙ্কানরা।

৯ উইকেট হারিয়ে ৭৭ রান তোলে স্বাগতিকরা।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল সালমা খাতুনের দল। স্বাগতিক নেপালকে ১০ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে পৌঁছে বাংলাদেশ। সবশেষ মালদ্বীপকে মাত্র ৬ রানে গুটিয়ে দিয়ে ২৪৯ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।

আসরের একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনাল খেলবে বাংলাদেশ। স্বর্ণ জয়ের এটাই বড় সুযোগ বাংলাদেশের মেয়েদের। আগামী রোববার (৮ ডিসেম্বর) ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শনিবার (৭ ডিসেম্বর) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নামবে নেপাল ও মালদ্বীপ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।