ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পাল্টে গেলো বঙ্গবন্ধু বিপিএলের সময়সূচি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
পাল্টে গেলো বঙ্গবন্ধু বিপিএলের সময়সূচি  ফাইল ফটো

বঙ্গবন্ধু বিপিএল শুরু হবে ১১ ডিসেম্বর থেকে। তবে শুরুর আগে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগের সময়সূচিতে দিনের প্রথম ম্যাচ শুরুর সময় ছিল বেলা সাড়ে ১২টায় এবং পরের ম্যাচ শুরুর কথা সন্ধ্যা সাড়ে ৫টায়। তবে শিশিরের কথা ভেবে ম্যাচের সময়সূচিতে এসেছে পরিবর্তন। 

রোববার (০১ ডিসেম্বর) বিসিবি থেকে জানানো হয়, পরিবর্তিত সময়সূচিতে কেবল শুক্রবার ছাড়া বাকি ৬দিন দিনের প্রথম ম্যাচ হবে দুপুর দেড়টায়। আর সন্ধ্যা ৬টায় হবে পরের খেলা।

শুক্রবারে জুমার নামাজের জন্য প্রথম ম্যাচ হবে দুপুর ২টায় এবং পরের ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়।

বিপিএল ফিক্সচার

বিপিএলের আগের আসরগুলোতেও সময়সূচির পরিবর্তন হয়েছিল। এবার শিশিরের কথা ভেবে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরে হয়তো আবারও বদলে যেতে পারে বিপিএলের সময়সূচি।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।