ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এবারও বিপিএল উপস্থাপনায় পিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
এবারও বিপিএল উপস্থাপনায় পিয়া জান্নাতুল পিয়া/ফাইল ফটো

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া ক্রিকেট লিগে জনপ্রিয় মডেল কিংবা অভিনেত্রীদের উপস্থিতি এখন নিয়মিতই দেখা যায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) এর ব্যতিক্রম নয়। স্টুডিও ও মাঠে উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করতে তাদের উপস্থিতি এখন প্রায় অপরিহার্য। গত আসরে এই ভূমিকায় ছিলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া। এবারের আসরেও তাকে মাঠ ও স্টুডিও মাতাতে দেখা যাবে।

দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর বিপিএলের শেষ আসরে বেশ প্রশংসিত হয়েছিলেন পিয়া। বিশেষ করে স্টুডিও ও গ্যালারীতে তার সরব উপস্থিতি সবার নজর কেড়েছে।

সদ্য সমাপ্ত উইন্ডিজ সিরিজেও উপস্থাপনার দায়িত্বে ছিলেন এই লাস্যময়ী। এবার বিপিএলেও তার কাঁধেই দায়িত্ব অর্পণ করা হয়েছে। বিপিএলের সম্প্রচারের দায়িত্বে থাকা জিটিভির হয়ে তাকে দেখা যাবে মাঠ, গ্যালারী ও স্টুডিওতে।  

শনিবার (০৫ জানুয়ারি) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।