ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘আমরা লাকি বল সেভাবে স্পিন করেনি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
‘আমরা লাকি বল সেভাবে স্পিন করেনি’ ছবি: সোহেল সরওয়ার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: প্রথম টেস্টের স্কোয়াডে বাংলাদেশ দলে ছয় জন স্পিনার দেখে সবাই আঁচ করে নিয়েছিলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে স্পিন পসরা সাজাচ্ছে বাংলাদেশ। একাদশে তিন বিশেষজ্ঞ স্পিনারের পাশে একমাত্র পেস বোলার মোস্তাফিজুরকে দেখে সবার সেই সন্দেহ আরও জোরদার হয়। তাই শ্রীলঙ্কা দলেও ছিল স্পিনারদের ছড়াছড়ি।

তবে প্রথম দিন শেষে বলা যায়, বল ঘোরেনি সেভাবে। কিন্তু তামিম ইকবাল ভেবেছিলেন প্রথম দিন থেকেই বল বেশি করে স্পিন করবে।

তামিম ইকবাল বলেন, ‘আশা করেছিলাম বল প্রথম দিন থেকেই বেশি ঘুরবে। তবে আমরা লাকি বল সেভাবে স্পিন করেনি। ফ্ল্যাট উইকেট পেয়েছি। ’

তবে প্রথম দিন সেভাবে না ঘুরলেও ধীরে ধীরে যে উইকেট স্পিনারদের স্বর্গরাজ্য হবে তা জানেন তামিম ইকবালও।

তাই একগাল হাসি নিয়ে তামিম ইকবাল বলেন, ‘বল স্পিন করুক। তবে আমাদের ব্যাটিং শেষে। ওদের ব্যাটিং শুরুর আগ থেকেই। ’

তামিমের হাসি সংক্রমিত হতে দেরি হয়নি পুরো সংবাদ সম্মেলনজুড়েই।

কত রান হলে বাংলাদেশের জন্য নিরাপদ হবে? এমন প্রশ্নে অবশ্য কূটনৈতিক উত্তরই দিলেন তামিম ইকবাল। ‘আমি কোনো সংখ্যা বলবো না। আমাদের লক্ষ্য থাকবে যত রান করা যায়। এখনো উইকেটে মুমিনুল আছে, মাহমুদউল্লাহ আছেন। ড্রেসিংরুমেও ভালো ব্যাটসম্যান আছেন এখনও। তাই দ্বিতীয় দিন থেকে চাইবো প্রথম দিন যেভাবে শুরু করেছি সেভাবে শুরু হোক। ’

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
টিএইচ/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।