ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মুমিনুলের উল্লাসের ইঙ্গিতে তামিমের হাসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
মুমিনুলের উল্লাসের ইঙ্গিতে তামিমের হাসি ছবি: সোহেল সরওয়ার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: মুমিনুল হক মানেই শান্ত-নম্রের প্রতিশব্দ। সেঞ্চুরি হোক বা হাফ সেঞ্চুরি আগে মুমিনুলকে পুরো পৃথিবী দেখেছে শুধু এভাবে-হ্যালমেটটা খুলে ব্যাটটা উঁচু করে ধরা। তারপর দ্রুতই হ্যালমেটের ভেতর মাথাটা লুকিয়ে ফেলা।

সেই সাধারণ উল্লাসের উল্টো চরিত্র দেখলো বুধবারের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সেঞ্চুরি পূর্ণ হওয়ার বলটি তখনও বাউন্ডারি ছুঁইনি।

উৎসব শুরু হয়ে যায় মুমিনুলের। হ্যালমেট খুলে লাফিয়ে ওঠলেন। মাঠের চারপাশে দেখালেন ব্যাট।

এমন ‘খ্যাপাটে’ উল্লাস যে একজনকে দেখাতে তা বুঝেছেন মাঠের দর্শকরা। হাথুরুসিংহে বাংলাদেশ দলের কোচ থাকতে বেশি ভুগতে হয়েছে মুমিনুলকে। বাদও পড়তে হয়েছে এই সময়ে। স্বাভাবিকভাবে ভেতরে ভেতরে হয়তো কিছুটা ক্ষোভ পুষে রেখেছিলেন মুমিনুল । বুধবার যখন সেঞ্চুরি করলেন তখন সেই হাথুরুসিংহে বিপক্ষ শ্রীলঙ্কার কোচ। তাই দর্শকরা বলেছেন, মুমিনুলের ‘অতিরিক্ত’ উল্লাসে  ইঙ্গিত আছে। এটা হাথুরুকে দেখানো।

দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা তামিম ইকবালের কাছেও প্রশ্নটা এসেছিল।

তার উত্তরে সশব্দে হেসে তামিম ইকবালের জবাব, ‘আমারও দেখে ভালো লেগেছে তার এমন উল্লাস। আমি বুঝেছি সে কি বুঝিয়েছে। ’

তবে বিষয়টি আর খোলাসা করেননি মুখে হাসি ধরে রাখা তামিম ইকবাল।

একই প্রশ্ন গিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান সামিরাবিরার কাছেও। তবে তার বিপরীতে তিনি শুধুই হেসেছেন।

শুধু উল্লাস না, তামিম ইকবাল মূল্যায়ন করেছেন মুমিনুল হকের ব্যাটিংয়েরও।

তিনি বলেন, দুর্দান্ত ব্যাটিং। শুরু থেকেই অ্যাটাকিং খেলেছে। যখন সেঞ্চুরি হল দেখলাম ওর স্টাইক রেট ১০৩।

তামিম সঙ্গে মুশফিকুর রহিমের ব্যাটিংয়েরও প্রশংসা করেন। বলেন, ‘মুমিনুলকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন মুশফিক। ’

প্রথম দিন শেষে চার উইকেট হারিয়ে ৩৭৪ রান তুলেছে বাংলাদেশ। ১৭৫ রান করে উইকেটে আছেন মুমিনুল হক। তার সঙ্গে ৯ রানে অপরাজিত আছেন এই টেস্টে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
টিএইচ/টিসি/এমএমএস
 
 বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
টিএইচ/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।