ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের ষষ্ঠ সেরা বাংলাদেশ যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
বিশ্বকাপের ষষ্ঠ সেরা বাংলাদেশ যুবারা ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে ষষ্ঠ স্থান নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শেষ করলো বাংলাদেশ যুবারা। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটে হেরে গেছে সাইফ হাসানের দল।

সুপার লিগ প্লে-অফ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের উড়ন্ত জয়ে নিজেদের ঝালিয়ে নিলেও স্থান নির্ধারণীতে হতাশাই সঙ্গী হয়েছে গত আসরের সেমিফাইনালিস্টদের। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচটিতে ব্যাটিং ব্যর্থতার দিনে উজ্জ্বল ছিলেন আগের খেলার ম্যাচসেরা আফিফ হোসেন।

ইংলিশদের বিপক্ষে ৭১ রানের চমৎকার ইনিংসের পর প্রোটিয়া বোলারদের সামনেও সাবলীয় ব্যাটিং উপহার দেন এই উঠতি অলরাউন্ডার।

আফিফের ব্যাট থেকে আসে ৬৩। সাত নম্বরে নেমে ৬১ রান করেন উইকেটরক্ষক শাকিল হোসেন। দায়িত্বশীল ব্যাটসম্যানদের মধ্যে আর কেউই দাঁড়াতে পারেননি। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪১.৪ ওভারে সবকটি উইকেটের পতন ঘটে।

ছবি: সংগৃহীতকুইন্সটাউনে সহজ লক্ষ্যটা ৮ উইকেটে ও ৬৯ বল হাতে রেখে অনায়াসেই টপকে যায় প্রোটিয়ারা। অধিনায়ক রেনার্ড ফন টোন্ডার ৮২ ও হার্মান রোলফস ৪৪ রানে অপরাজিত থাকেন।

কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১৩১ রানের বড় ব্যবধানে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ অ-১৯ টিম। গ্রুপ পর্বে টানা ‍দুই জয়ের পর ইংলিশদের কাছে বাজেভাবে হারের মধুর প্রতিশোধই নেয় লাল-সবুজের জার্সিধারীরা। শেষ আটে হেরে যাওয়া চারটি দল স্থান নির্ধারণী ম্যাচের আগে প্লে-অফ সেমিতে প্রতিদ্বন্দ্বিতা করে। যেখানে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৭৩ রানে হারিয়েছে দ. আফ্রিকা। বাংলাদেশের কাছে হারের ধাক্কা সামলে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে কিউইদের বিপক্ষে ৩২ রানের জয় পেয়েছে ইংলিশরা।

অগামী শনিবার (৩ ফেব্রুয়ারি) হাইভোল্টেজ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে গতবারের (২০১৬) রানার্সআপ ভারত। সেমিতে আফগানিস্তানকে ৬ উইকেটে অজিরা ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২০৩ রানের বড় ব্যবধানের হারের লজ্জায় ডুবিয়েছে টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।