ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাতক্ষীরায় ক্রিকেট লীগের চ্যা‌ম্পিয়ন সেতুবন্ধন ক্লাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
সাতক্ষীরায় ক্রিকেট লীগের চ্যা‌ম্পিয়ন সেতুবন্ধন ক্লাব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট লীগের ফাইনা‌লে যুব গণমুখী সংঘ‌কে ২৩ রা‌নে পরা‌জিত ক‌রে সেতুবন্ধন ক্লাব চ্যা‌ম্পিয়ন হয়েছে।

শনিবার (২৩ ডি‌সেম্বর) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে চায়না বাংলা গ্রু‌পের পৃষ্ঠ‌পোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ২য় বিভাগ ক্রিকেট লীগের এ ফাইনা‌ল ম্যাচটি অনু‌ষ্ঠিত হয়।

ফাইনাল ম্যা‌চে আগে ব্যা‌টে নে‌মে সেতুবন্ধন ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে।

জবাবে যুব গণমুখী সংঘ ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। এ‌তে সেতুবন্ধন ক্লাব ২৩ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প‌রে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা (সাজেক্রীস) ২য় বিভাগ ক্রিকেট লীগ উপ-কমিটির চেয়ারম্যান সৈয়দ জয়নুল আবেদীন জসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত থে‌কে চ্যা‌ম্পিয়ন ও রানার্স আপ দ‌লের অ‌ধিনায়ক ও ম্যা‌নেজা‌রের হা‌তে ট্র‌ফি তু‌লে দেন পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, ব্যবসায়ী ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, টুর্নামেন্ট কমিটির সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম শানু, নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, মীর্জা কাকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।