ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন মাশরাফিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন মাশরাফিরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

এ মাসের শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ শুরু করবে বাংলাদেশ। সেখানে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।

ঢাকা: এ মাসের শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ শুরু করবে বাংলাদেশ। সেখানে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।

তার আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এখন অস্টেলিয়ায় অবস্থান করছেন মাশরাফি-তামিমরা। মূল সিরিজ শুরুর আগে এখানে দুটি টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এর প্রথমটিতে বুধবার (১৪ ডিসেম্বর) বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। নর্থ সিডনির ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদশে সময় দুপুর ১টায়।

সিডনিতে ১০ দিনের অনুশীলন ক্যাম্প শেষে ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া ছাড়বে টাইগাররা। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে কিউইদেরে বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ১৪ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।