ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আশরাফুলের দল সিরাজগঞ্জ টাইগার্স চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
আশরাফুলের দল সিরাজগঞ্জ টাইগার্স চ্যাম্পিয়ন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ (এসপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালে সিরাজগঞ্জ সুপার কিংসকে ৫১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ আশরাফুলের দল সিরাজগঞ্জ টাইগার্স। দৃঢ় ব্যাটিং ও দুর্দান্ত বোলিংয়ে দলের জয়ে অবদান রাখায় ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ আশরাফুল।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ (এসপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালে সিরাজগঞ্জ সুপার কিংসকে ৫১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ আশরাফুলের দল সিরাজগঞ্জ টাইগার্স। দৃঢ় ব্যাটিং ও দুর্দান্ত বোলিংয়ে দলের জয়ে অবদান রাখায় ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ আশরাফুল।

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় টসে জিতে সিরাজগঞ্জ টাইগার্সের অধিনায়ক মিলন ব্যাট করার সিদ্ধান্ত নেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও জাতীয় দলের আরেক অলরাউন্ডার নাসির হোসেনের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে দলটি।  

সর্বোচ্চ ৫৩ বল খেলে ৪৩ রান করেন আশরাফুল ও দ্বিতীয় সর্বোচ্চ রান ৩২ (৪৪) আসে নাসির হোসেনের ব্যাট থেকে। এছাড়াও শেষপ্রান্তে এসে মাত্র ৮ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ফাইটিং স্কোরে নিয়ে আসেন রকি। সুপার কিংসের পক্ষে দুটি করে উইকেট লাভ করেন সুমন ও তৌহিদ।  

১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিরাজগঞ্জ সুপার কিংস শুরুটা ভালোই করেন। উদ্বোধনী জুটি ৩ ওভারে করে ২২ রান। চতুর্থ ওভারেই ব্রেক-থ্রু আনেন আশরাফুল। পরে আশরাফুল, সাকিব ও নাসিরদের বোলিং তোপের মুখে সুপার কিংসের কোন ব্যাটসম্যান দাঁড়াতেই পারেননি।  

দলের পক্ষে জুয়েল ২৫ বলে ১৫, মিলন ১২ বলে ১৫, ও সাকিল ১৩ বলে ১২ করেন। বাকীরা কেউ দুই অংকের কোটায় পৌঁছতে পারেননি। ১৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮১ রান করে সুপার কিংস।  

দৃঢ় ব্যাটিংয়ের পর বল হাতেও গর্জে ওঠেন আশরাফুল। তিনি ৪ ওভার বল করে মাত্র ৯ রানের বিনিময়ে ৪টি উইকেট লাভ করেন।  এছাড়াও স্থানীয় বোলার সাকিব ১৪ রানে ২টি ও মিলন ০ রানে ১টি ইউকেট লাভ করেন। ম্যান অব দ্যা ম্যাচ হন মোহাম্মদ আশরাফুল ও সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিরাজগঞ্জ স্টারের খেলোয়ার মনিরুজ্জামান লিটন।  

খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী শফিকুল ইসলাম শফি।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।