ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন ডি ভিলিয়ার্স বাঁ থেকে ডু প্লেসিস ও ডি ভিলিয়ার্স-ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকান টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন এবি ডি ভিলিয়ার্স। চোট সেরে না উঠতে পারায় এমন সিদ্ধান্ত নেন তিনি। সামনেই শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা সিরিজ তার আগে জরুরীকালীন অবস্থায় নেতৃত্ব তুলে দেওয়া হল ফাফ ডু প্লেসির হাতে।

ঢাকা: দক্ষিণ আফ্রিকান টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন এবি ডি ভিলিয়ার্স। চোট সেরে না উঠতে পারায় এমন সিদ্ধান্ত নেন তিনি।

সামনেই শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা সিরিজ তার আগে জরুরীকালীন অবস্থায় নেতৃত্ব তুলে দেওয়া হল ফাফ ডু প্লেসির হাতে।  

টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘ব্যাক্তিগত চাহিদার থেকে দলের প্রয়োজনটা বেশি গুরুত্বপূর্ণ। ’ দলের স্বার্থেই সরে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার সফল অধিনায়ক। দেশের অধিনায়কত্ব পেয়ে খুশি ফাফ ডু প্লেসি।  

আরও বলেন, ‘অধিনায়কত্ব পাওয়াটা গর্বের। কিন্তু আমি ইতিমধ্যেই দুটো ম্যাচ খেলতে পারিনি। এখনও আমি নিশ্চিত নই। সামনে শ্রীলঙ্কা সিরিজ। অস্ট্রেলিয়ায় দলের দারুণ সাফল্য ধরে রাখতে গেলে আমাকে ভাবতেই হত। যে কারণে ডু প্লেসিকে অধিনায়কত্ব দেওয়া হল। ’

গত জুলাইয়ে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ থেকেই মাঠের বাইরে ডি ভিলিয়ার্স। আশা করা হয়েছিল শ্রীলঙ্কা টেস্টে ফিট হয়ে ফিরবেন। কিন্তু এখন মনে হচ্ছে পুরো ফিট হতে আরও তিন-চার সপ্তাহ লাগবে। এখন পুরো ফিট হয়ে তার লক্ষ্য জানুয়ারির শেষে ওয়ানডে সিরিজে খেলা। ওয়ানডে দলের এখনও অধিনায়ক তিনিই।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।