ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

২০১৭’তে হচ্ছে না ইন্দো-পাক সিরিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
২০১৭’তে হচ্ছে না ইন্দো-পাক সিরিজ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২০১২ সালের পর থেকে কোনো ধরনের সিরিজেই অংশ নেইনি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর আগামী ২০১৭ সালেও দু’দেশেরে বাজে সম্পর্কের কারণে দ্বি-পাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা দেখছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাজাম শেঠি।

ঢাকা: ২০১২ সালের পর থেকে কোনো ধরনের সিরিজেই অংশ নেইনি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর আগামী ২০১৭ সালেও দু’দেশেরে বাজে সম্পর্কের কারণে দ্বি-পাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা দেখছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাজাম শেঠি।

 

তিনি বলেন, ‘বর্তমানে দু’দেশের যে অবস্থা তাতে আমার মনে হচ্ছে না কোনো সিরিজ অনুষ্ঠিত হবে। তবে আমি বিশ্বাস করি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত আমাদের এড়াতে পারবে না। ’

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছিলেন দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কথাবার্তার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। বলা হচ্ছে আগামী ১৭ ডিসেম্বর কলম্বোয় এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে একটা আলোচনার সম্ভাবনা আছে।  

সাম্প্রতিক সময়ে আইসিসির এক্সিকিউটিভ বোর্ড বৈঠকে নাজাম শেঠির সঙ্গে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ভারত-পাক সিরিজ নিয়ে একটি আলোচনা হয়।  

সেখানে নাকি অনুরাগ বলেছেন, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে দ্বিপাক্ষিক সিরিজের কোনো জায়গা নেই। কিন্তু দুইয়ের বেশি দেশ নিয়ে কোনও নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট হলে, ভারত খেলতে পারে পাকিস্তানের সঙ্গে। ভারতীয় বোর্ড প্রেসিডেন্টকে নাকি তখন মনে করিয়ে দেওয়া হয়, চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে পাকিস্তানের সঙ্গে খেলতে চাইছে না ভারত।  

তা হলে নিরপেক্ষ ভেন্যুতে কোনো টুর্নামেন্টে কী ভাবে খেলা সম্ভব? যা খবর, তাতে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাইছে পাক বোর্ড। দেখতে চাইছে, মুখোমুখি বৈঠকে ভারত-পাক সিরিজ নিয়ে জট ছাড়ানো যায় কি না। কিছু না হলে তখন ভারতীয় বোর্ডের বিরুদ্ধে আইনি রাস্তায় যাওয়ার কথা ভাববে পাক বোর্ড।

পাকিস্তান-ভারত সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলেছিল। এরপর দু’দলের মধ্যে আর কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ২০১২ সালে অবশ্য ভারতের মাটিতে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলেছিল তারা। আরও বিভিন্ন টুর্নামেন্টে তাদের মুখোমুখি হতে দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।