ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডে ভালো সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
নিউজিল্যান্ডে ভালো সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) প্রস্তুতির জন্য বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দলের একাংশ।

মিরপুর থেকে: নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) প্রস্তুতির জন্য বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দলের একাংশ।

বিপিএলের ফাইনালে খেলা ক্রিকেটাররা রওয়ানা হবেন ১০ ডিসেম্বর রাতে।

অস্ট্রেলিয়ার সিডনিতে ১০ দিনের অনুশীলন ক্যাম্প শেষে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ।

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল ভালো করবে বলে আশাবাদী অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

বললেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি নিউজিল্যান্ডে আমাদের ভালো একটা সুযোগ আছে। বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। কারণ গত দুই-আড়াই বছর ধরে বাংলাদেশ যেমন ক্রিকেট খেলছে, আক্রমনাত্মক মেজাজে খেলছে। সবাই কম-বেশি অবদান রাখছে যে যার বিভাগ থেকে। ’

‘আমাদের বোলিং আক্রমন বিশেষ করে পেস-যে কোনো সময়ের চেয়ে ভালো। খুব ভালো একটা সিরিজ হবে, চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে। ব্যক্তিগতভাবে বললে, কন্ডিশনটা ভিন্ন, বড় চ্যালেঞ্জ। তারপরও আমি উপভোগ করতে চেষ্টা করবো, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। ’

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।