ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের ওয়ানডে সিরিজেও থাকছেন সাকলাইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
ইংল্যান্ডের ওয়ানডে সিরিজেও থাকছেন সাকলাইন ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ইংল্যান্ডের স্পিন বোলিং পরামর্শকের ভূমিকায় থাকবেন সাকলাইন মুশতাক। সাবেক পাকিস্তান তারকার দক্ষতায় মুগ্ধ হয়ে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ঢাকা: ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ইংল্যান্ডের স্পিন বোলিং পরামর্শকের ভূমিকায় থাকবেন সাকলাইন মুশতাক। সাবেক পাকিস্তান তারকার দক্ষতায় মুগ্ধ হয়ে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।

প্রাথমিক চুক্তি ছিল প্রথম দুই টেস্ট পর্যন্ত। তৃতীয় টেস্টেও দায়িত্ব পালন করে যান সাকলাইন। এবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও আদিল রশিদদের পাশে থাকবেন তিনি।

রাজকোটে অনুষ্ঠিত প্রথম টেস্ট ড্রয়ের পরের দুই ম্যাচেই হেরে যায় ইংলিশরা। সিরিজ বাঁচাতে মুম্বাই টেস্টে অ্যালিস্টার কুকদের জয়ের বিকল্প নেই। ৮ ডিসেম্বর চতুর্থ টেস্ট শুরু হবে।

টেস্টের পর প্রায় এক মাসের বিরতি শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। পুনেতে আগামী বছরের ১৫ জানুয়ারি প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। পরের ম্যাচ দু’টি হবে যথাক্রমে ১৯, ২২ জানুয়ারি। ২৬, ২৯ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি টি-২০।

মুশতাককে ইসিবি টি-টিয়োন্টিতেও রেখে দেবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।