ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রাসেলের ব্যাটে ঢাকার মাঝারি পুঁজি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
রাসেলের ব্যাটে ঢাকার মাঝারি পুঁজি ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের ফাইনাল নির্ধারণীতে আট উইকেট হারিয়ে খুলনা টাইটান্সকে ১৪১ রানের টার্গেট দিয়েছে ঢাকা ডায়নামাইটস। দলীয় ৬৫ রানে পাঁচ উইকেট হারালেও ঝড়ো ব্যাটিংয়ে দলকে মাঝারি পুঁজি এনে দেন আন্দ্রে রাসেল।

মিরপুর থেকে: বিপিএলের ফাইনাল নির্ধারণীতে আট উইকেট হারিয়ে খুলনা টাইটান্সকে ১৪১ রানের টার্গেট দিয়েছে ঢাকা ডায়নামাইটস। দলীয় ৬৫ রানে পাঁচ উইকেট হারালেও ঝড়ো ব্যাটিংয়ে দলকে মাঝারি পুঁজি এনে দেন আন্দ্রে রাসেল।

দলের বিপর্যয়ের মুখে ৪৯ রানের জুটি গড়েন দুই ক্যারিবিয়ান রাসেল ও ডোয়াইন ব্রাভো। ১৯তম ওভারে আউট হওয়ার আগে ২৫ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন রাসেল। তাতে ছিল ৪টি চার ও ৩টি ছক্কার মার। ২২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন ব্রাভো।

প্রথম কোয়ালিফায়ারে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ব্রেকথ্রু এনে দেন জুনাইদ খান। নিকোলাস পুরানের গ্লাভসে আটকা পড়েন মেহেদী মারুফ (৭)।

চতুর্থ ওভারে এসে জোড়া আঘাত হানেন জুনাইদ। কুমার সাঙ্গাকারার (৯) পর এভিন লুইসকে (১১) সাজঘরে পাঠান পাকিস্তানি পেসার। দলীয় ২৮ রানে তিন উইকেট হারিয়ে চাপের মুখেই পড়ে ঢাকা।

আরো ২৮ রান যোগ হতেই সাজঘরে ফেরেন নাসির হোসেন (১৩)। নবম ওভারে তাকে শুভাগত হোমের তালুবন্দি করেন পার্টটাইম বোলার আন্দ্রে ফ্লেচার। অধিনায়ক সাকিব আল হাসানও (১৮) বেশিক্ষণ টিকতে পারেননি।

নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ঢাকা দলপতিকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন ফ্লেচার। দলীয় ৮৯ রানের মাথায় রান আউটের আউটের ফাঁদে পড়েন মোসাদ্দেক হোসেন (৮)। ইনিংসের শেষ ওভারে মাত্র দুই রানের বিনিময়ে আলাউদ্দিন বাবুকে (০) ক্লিন বোল্ড করেন জুনাইদ।

একাই চার উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং প্রদর্শন করেন জুনাইদ খান। ফ্লেচার দু’টি ও রাসেলকে ফেরান বেনি হাওয়েল।

প্রসঙ্গত, হেরে গেলেও শিরোপা লড়াইয়ে টিকে থাকার সুযোগ থাকবে। বুধবারের (৭ ডিসেম্বর) দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর জয়ীদের মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল।

এদিকে, মঙ্গলবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিয়েছে তামিম-গেইলের চিটাগং ভাইকিংস। ১৪৩ রানের লক্ষ্যে ৯৪ রানে সাত উইকেট হারালেও চিটাগংয়ের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন ড্যারেন স্যামি। ঝড়ো ব্যাটিংয়ে ৫৫ রানে (২৭ বল) অপরাজিত থেকে রাজশাহী কিংসকে কোয়ালিফায়ারে নিয়ে যান ক্যারিবীয় তারকা।

সাকিবদের হারিয়েই শেষ চারের টিকিট পায় খুলনা। বাঁচা-মরার ম্যাচটিতে (৪ ডিসেম্বর) ছয় উইকেটের জয়ে পয়েন্ট টেবিলে পাঁচ থেকে দুইয়ে উঠে আসে মাহমুদউল্লাহর দল। এটি ছিল রাউন্ড রবিন পর্বের শেষ (৪২তম) ম্যাচ।

ঢাকার সামনে প্রতিশোধ নেওয়ার চ্যালেঞ্জও বটে! টুর্নামেন্টে দু’বারের দেখাতেই জয় তুলে নেয় খুলনা। গত ১৯ নভেম্বর দু’দলের প্রথম মুখোমুখি লড়াইয়ে ৯ রানে হেরে মাঠ ছাড়ে ‘তারকাসমৃদ্ধ’ ঢাকা ডায়নামাইটস।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।