ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের একমাত্র ম্যাচে মুখোমুখি বরিশাল-রাজশাহী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
বিপিএলের একমাত্র ম্যাচে মুখোমুখি বরিশাল-রাজশাহী ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃহস্পতিবার একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসরের ৩৬তম এ ম্যাচে বরিশাল বুলসের মুখোমুখি হবে রাজশাহী কিংস। দু’দলের প্রথম সাক্ষাতে জয় পেয়েছিল মুশফিকুর রহিমের বরিশাল।

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃহস্পতিবার একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসরের ৩৬তম এ ম্যাচে বরিশাল বুলসের মুখোমুখি হবে রাজশাহী কিংস।

দু’দলের প্রথম সাক্ষাতে জয় পেয়েছিল মুশফিকুর রহিমের বরিশাল।

মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধা পৌনে ছয়টায় মুখোমুখি হবে দু’দল।

বরিশাল এখন পর্যন্ত সবচেয়ে তলানির দল। ১০ ম্যাচ খেলে দলটি মাত্র তিন জয়ের বিপরীতে সাতটিতেই হেরেছে। যেখানে তাদের সংগ্রহ ছয় পয়েন্ট। ফলে এ আসরে নাফিস-তাইজুলদের টিকে থাকার আর কোনো আশা নেই বললেই চলে।

অন্যদিকে মোটামুটি ভালো অবস্থানে আছে ড্যারেন স্যামির নেতৃত্বে রাজশাহী কিংসও। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে পাঁচ জয়ের বিপরীতে সমান ম্যাচে হেরেছে তারা। যেখানে মিরাজ-মুমিনুলদের সংগ্রহ দাঁড়িয়েছে ১০ পয়েন্টে। আর লিগ টেবিলে তাদের অবস্থান চারে। তবে এ ম্যাচ জিতে তৃতীয়স্থানে থাকা খুলনা টাইটান্সকে পেছনে ফেলার সুযোগ রয়েছে দলটির।

দু’দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে। তবে মজার কথা তাদের বড় ব্যবধানেই হারিয়েছে চলতি মৌসুমে প্রথম থেকেই ধুঁকতে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ ম্যাচে রাজশাহীকে হারিয়ে এবার প্রথমবার ষষ্ঠস্থানে উঠে এলো মাশরাফির দল। লিগ টেবিলে শীর্ষে আছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।