ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আল আমিন, সাব্বিরকে বড় অঙ্কের জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আল আমিন, সাব্বিরকে বড় অঙ্কের জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে বরিশাল বুলসের পেসার আল আমিন হোসেন ও রাজশাহী কিংস অলরাউন্ডার সাব্বির রহমানকে। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মিরপুর থেকে: বিপিএলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে বরিশাল বুলসের পেসার আল আমিন হোসেন ও রাজশাহী কিংস অলরাউন্ডার সাব্বির রহমানকে। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিজ্ঞপ্ততি বলা হয়েছে, ‘টুর্নামেন্ট চলাকালীন মাঠের বাইরে শৃঙ্খলা ভঙ্গের জন্য আল আমিন হোসেনের বিপিএলের মোট চুক্তির ৫০ শতাংশ ও সাব্বির রহমানের ৩০ শতাংশ অর্থ কেটে নেয়ার নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। ভবিষ্যতে তাদের এমন আচরণের পুনরাবৃত্তি হলে আরও কঠিন শাস্তি দেয়া হবে বলেও হুশিয়ার করা হয়েছে। ’

এই দিয়ে বিপিএলে দুটি শাস্তির দণ্ডে দণ্ডিত হলেন টাইগার অলরাউন্ডার সাব্বির রহমান। এর আগে গেল ২৮ নভেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে মাঠে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য সাব্বিরকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছিল।   

উল্লেখ্য বিপিএলের এবারের আসরের প্লেয়ার ড্রাফটে সাব্বির রহমান ছিলেন ‘এ’ প্লাস ক্যাটাগরিতে আর আল আমিন হোসেন ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ২৯ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।