ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ হারলো, সিরিজ খোয়ালো, জরিমানাও গুনলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
ম্যাচ হারলো, সিরিজ খোয়ালো, জরিমানাও গুনলো পাকিস্তান ছবি: সংগৃহীত

প্রায় ৩০ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। টেস্ট র‌্যাংকিংয়ে নিচের দিকে নামার শঙ্কায় থাকা পাকিস্তানকে সাদা পোশাকের ম্যাচে নেতৃত্ব দেওয়া আজহার আলীকে জরিমানা করা হয়েছে। শুধু পাকিস্তান দলপতিকেই নয়, দলের বাকি সদস্যদেরও জরিমানা গুনতে হচ্ছে।

ঢাকা: প্রায় ৩০ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। টেস্ট র‌্যাংকিংয়ে নিচের দিকে নামার শঙ্কায় থাকা পাকিস্তানকে সাদা পোশাকের ম্যাচে নেতৃত্ব দেওয়া আজহার আলীকে জরিমানা করা হয়েছে।

শুধু পাকিস্তান দলপতিকেই নয়, দলের বাকি সদস্যদেরও জরিমানা গুনতে হচ্ছে।

হ্যামিল্টন টেস্টে ১৩৮ রানে জিতে দুই ম্যাচ সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে কিউইরা।

ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ‘স্লো ওভার রেট’ এর কারণে পাকিস্তান একাদশের সব সদস্যকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি।

মঙ্গলবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন পাকিস্তানের স্লো ওভার রেটের জন্য জরিমানার সিদ্ধান্ত নিয়েছেন। সিডন পার্কে সিরিজের শেষ টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ ওভার কম বল করেছে পাকিস্তান। নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ এবং অধিনায়ক হিসেবে আজহারকে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ম্যাচে নিষিদ্ধ ছিলেন পাকিস্তানের নিয়মিত অধিনায়ক মিসবাহ উল হক। স্লো ওভার রেটের কারণে এই ম্যাচে নিষেধাজ্ঞা পান তিনি। তার পরিবর্তে পাকিস্তানকে সাদা পোশাকে নেতৃত্ব দেন আজহার। একই অভিযোগে আজহারকেও তার জরিমানা গুনতে হলো। তবে, দোষ স্বীকার করে আজহার শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এই সিরিজের আগে নিউজিল্যান্ড সর্বশেষ ১৯৮৫ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জয় পেয়েছিল। মাঝে ১২টি সিরিজ খেলা হলেও জয় পায়নি একটিতেও। সাতটি সিরিজে হারের পাশাপাশি বাকি পাঁচটিতে ড্র করেছিল তারা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ২৯ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।