ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে পড়ে ছিটকে পড়লেন জাদেজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
ইনজুরিতে পড়ে ছিটকে পড়লেন জাদেজা রবীন্দ্র জাদেজা

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে ‍চার ম্যাচ টেস্ট সিরিজের বাকী দুই ম্যাচে খেলতে পারবেন না ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। কাঁধের ইনজুরির কারণে তিনি দল থেকে ছিটকে পড়েছেন।

ইতিমধ্যেই টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে অজিরা।

জাদেজার জায়গায় দলে ‍যোগ দিবেন অফ স্পিনার আকসার প্যাটেল। তবে এই বাঁহাতি বোলারের এখনো টেস্ট ম্যাচে অভিষেক হয়নি। কিন্তু ভারতের হয়ে নয়টি ওডিআই ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গুজরাটের এই ক্রিকেটার।

এদিকে টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে থাকলেও প্রথম দুই ম্যাচের একটিতেও মূল একাদশে সুযোগ পাননি জাদেজা। তাই অজিদের বিপক্ষে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে যেতে হচ্ছে এই অলরাউন্ডারকে।

ভারতের হয়ে ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল জাদেজার। এই বাঁহাতি ব্যাটসম্যান এখন পর্যন্ত ১২টি টেস্ট ম্যাচ খেলে ৩৬৪ রান সংগ্রহ করেছেন। অপরদিকে বল হাতে নিয়েছেন ৪৫ উইকেট।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘন্টা, ২২ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।