ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শোক কাটিয়ে উঠতে সময় পাচ্ছেন অজি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
শোক কাটিয়ে উঠতে সময় পাচ্ছেন অজি ক্রিকেটাররা ফিলিপ হিউজ

ঢাকা: অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের  শেষকৃত্যের পরের দিনই   ভারতের বিপক্ষে এ্যাডিলেইড টেস্টের প্রস্তুতি নেওয়ার জন্যে অজি ক্রিকেটারদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে অজি ক্রিকেটারদের। কিন্তু  ক্যাম্পে যোগ দেওয়ার বিষয়টি পুরোপুরিই ক্রিকেটারদের উপর ছেড়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।



অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড  জানিয়েছেন, ‘এই মুহুর্তেই আমরা ক্রিকেটারদের উপর কোন ধরনের চাপ সৃষ্টি করতে চাই না, এটা ক্রিকেটারদের নিজস্ব বিষয় কবে তারা শোক কাটিয়ে উঠতে পারবেন। ’

জেমস সাদারল্যান্ড পরিস্কার জানিয়ে দিয়েছেন, ‘কেউ যদি মনে করেন সে খেলার জন্যে তৈরী নয়, তাদের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে, আমরা সবাই কঠিন সময় পার করছি এমনটিই হওয়ায় স্বাভাবিক। ’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী  পরিস্থিতির ব্যাখা দিতে গিয়ে বলেন ‘দেখুন বুধবার হিউজের শেষকৃত্য হবে এরপর ক্রিকেটারদের ধাতস্থ হওয়ার বিষয়টি আছে, এ নিয়ে নানারকম জল্পনা কল্পনা শুরু হয়েছে কিন্তু আমারা ক্রিকেটারদের এই শোক কাটিয়ে উঠার জন্যে সময় দিতে চাই। ’

বুধবার ফিলিপ হিউজের শেষকৃত্যে যোগ দিতে  হিউজের শহরে  অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ম্যাকসভিলে আসতে শুরু করেছেন। এছাড়া ভারতীয় দল থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা,  মুরালি বিজয়, টিম ডিরেক্টর রবি শাস্ত্রী এবং কোচ ডানকান ফ্লেচার  হিউজের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।

হিউজের মৃত্যুর কারণে  ভারতের বিপক্ষে  ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া  প্রথম টেস্ট স্থগিত করা হয়েছে। ৯ ডিসেম্বের এ্যাডিলেইড টেস্ট দিয়ে শুরু হবে  অস্ট্রেলিয়া –ভারত  চার ম্যাচের সিরিজ। ব্রিসবেন টেস্টটি  হবে ১৭ ডিসেম্বর।
 
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘন্টা, ০২ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।