ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অভিষেকেই হ্যাটট্রিক তাইজুলের

স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
অভিষেকেই হ্যাটট্রিক তাইজুলের ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্রিকেট ইতিহাসে অভিষেক ম্যাচেই প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড করেছেন বাংলাদেশের বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম।   বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ – জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে এই রেকর্ড গড়েছেন এই বাঁ হাতি স্পিনার।

সাত ওভার বল করে ১১ রানে চার উইকেট নেন তাইজুল। তার  ঘুর্নিতেই ১২৮ রানে অল আউট হয়ে যায়  জিম্বাবুয়ে।

ইনিংসের ২৭ তম ওভারের শেষ বলে পানিয়াঙ্গারেক বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন। এরপর ২৯ তম ওভারের প্রথম বলে নিয়াম্বুকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে অভিষেকেই হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তাইজুল। এরপরের বলেই চাতারাকে বোল্ড করলে রেকর্ড বুকে ঢুকে যান ২২ বছর বয়েসী এই ক্রিকেটার।

এর আগে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে  হ্যাটট্রিক করেছেন ২০০৬ সালে শাহাদাত হোসেন এবং ২০১২ সালে আব্দুর রাজ্জাক   জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েছেন। এছাড়া ২০১৩ সালে  নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন রুবেল হোসেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘন্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।