ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আসছে মেয়েদের চ্যাম্পিয়নস ট্রফি 

নতুন এফটিপিতে আইসিসি টুর্নামেন্ট ছাড়া ৬৯ ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
নতুন এফটিপিতে আইসিসি টুর্নামেন্ট ছাড়া ৬৯ ম্যাচ খেলবে বাংলাদেশ

মেয়েদের ক্রিকেটে ২০২৫-২০২৯ সাল চক্রের এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) ঘোষণা করেছে আইসিসি। চার বছরে তিন ফরম্যাট মিলিয়ে ৪০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।

যেখানে আইসিসি টুর্নামেন্ট ছাড়াও ওয়ানডে-টি-টোয়েন্টি মিলিয়ে ৬৯ ম্যাচ খেলবে বাংলাদেশ।

নতুন চক্রের শুরুটা হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে। বাংলাদেশ প্রথম সিরিজটি খেলতে চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর প্রথমবারের মতো  অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর করবে টাইগ্রেসরা।

দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৬ ও ২০২৮) ও একটি ওয়ানডে বিশ্বকাপের (২০২৫) পাশাপাশি এই চক্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। ২০২৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল। প্রথমবারের নারী চ্যাম্পিয়নশিপে ১১ দল অংশগ্রহণ করবে। নতুন দল হিসেবে যুক্ত হয়েছে জিম্বাবুয়ে।

এছাড়া মেয়েদের প্রিমিয়ার লিগ (ভারতের ঘরোয়া টুর্নামেন্ট), বিগ ব্যাশ (অস্ট্রেলিয়া) ও দ্য হান্ড্রেডের জন্য আলাদা উইন্ডো বরাদ্দ রাখা হয়েছে।

এফটিপিতে বাংলাদেশের ম্যাচ:

প্রতিপক্ষ সময় ম্যাচ
আয়ারল্যান্ড (হোম) নভেম্বর-ডিসেম্বর'২৪ ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি
ওয়েস্ট ইন্ডিজ (অ্যাওয়ে) জানুয়ারি-ফেব্রুয়ারি'২৫ ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি
ভারত (অ্যাওয়ে) ডিসেম্বর'২৫ ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি
শ্রীলঙ্কা (হোম) এপ্রিল'২৬ ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি
অস্ট্রেলিয়া (অ্যাওয়ে) অক্টোবর'২৬ ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি
নিউজিল্যান্ড (অ্যাওয়ে) ডিসেম্বর'২৬ ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি
ওয়েস্ট ইন্ডিজ (হোম) মার্চ'২৭ ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি
নিউজিল্যান্ড (হোম) মে'২৭ ৩ টি-টোয়েন্টি
ইংল্যান্ড (অ্যাওয়ে) সেপ্টেম্বর'২৭ ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি
জিম্বাবুয়ে (হোম) নভেম্বর'২৭ ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি
দক্ষিণ আফ্রিকা (হোম) এপ্রিল'২৮ ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি
পাকিস্তান (অ্যাওয়ে) অক্টোবর-নভেম্বর'২৮ ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।