ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জাতীয় লিগে বিজয়ের সেঞ্চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
জাতীয় লিগে বিজয়ের সেঞ্চুরি

সেঞ্চুরি তুলেই সেজদায় লুটিয়ে পড়েন এনামুল হক বিজয়। জাতীয় লিগে খুলনার হয়ে এই শতক পেয়েছেন তিনি।

সেঞ্চুরি করেছেন তার উদ্বোধনী সঙ্গী অমিত মজুমদারও। এদিন শুরু হওয়ার কথা থাকা রাজশাহী ও বরিশালের ম্যাচটি হতে পারেনি ভেজা আউটফিল্ডের কারণে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো। টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৩৫৮ রান করেছে খুলনা। ১৬৯ বল খেলে ১৩ চার ও ৩ ছক্কায় ১৬৯ বলে ১২৫ রান করেছেন এনামুল হক বিজয়। ২৩৪ বলে ১৪৫ রান এসেছে অমিত মজুমদারের ব্যাটে। ৭৫ বলে ৪৬ রান করেছেন ইমরুল কায়েসও।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুরের মুখোমুখি হয় সিলেট। শুরুতে ব্যাট করতে নেমে ১৫৮ রানে অলআউট হয়ে গেছে রংপুর। সিলেটের হয়ে তিন উইকেট করে নিয়েছেন আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা। একটি উইকেট পান তোফায়েল আহমেদ। রংপুরের হয়ে ৩৯ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন আকবর আলী।  

কক্সবাজারের একাডেমি মাঠে চট্টগ্রাম বিভাগের মুখোমুখি হয়েছে ঢাকা। এ ম্যাচে প্রথম দিনে খেলা হয়েছে ২৬ ওভার। আগে ব্যাট করতে নামা চট্টগ্রাম ১ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে। ১২ বলে ১ রান করে ওপেনার সাব্বির হোসেন শিকদার ফিরে গেছেন। তবে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ৬৬ বলে করেছেন ৫৪ রান। ৮০ বলে ৪৬ রান করে তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন সাজ্জাদুল হক রিপন।  

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের মুখোমুখি হওয়ার কথা ছিল রাজশাহীর। কিন্তু এই মাঠে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরুই হয়নি।

বাংলাদেশ সময় : ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।