ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফিল্ডিংয়ের ক্লান্তির প্রভাব ব্যাটিংয়ে? মুশতাক বলছেন হতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
ফিল্ডিংয়ের ক্লান্তির প্রভাব ব্যাটিংয়ে? মুশতাক বলছেন হতে পারে

জাকির হাসানের ব্যাট ছুয়েই বল গেছে উইকেটরক্ষকের হাতে। কিন্তু তবুও তিনি নিলেন রিভিউ।

রিপ্লেতে দেখা গেল, ব্যাটে বল লেগেছে বেশ ভালোভাবে। অথচ জাকির বুঝতেই পারেননি! তার ওপর দিয়ে অবশ্য বেশ ধকলই যাচ্ছে।  

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দলে ছিলেন না। এরপর তিনি চলে যান জাতীয় লিগে খেলতে। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে সিলেটের হয়ে ওই ম্যাচে নেতৃত্ব দেন। আগের দিন ম্যাচ শেষ করে পরদিন আবার তাকে নামতে হয় প্রোটিয়াদের বিপক্ষে।  

এরপর টানা প্রায় দুই দিন ফিল্ডিং করেছেন। তার মতো পুরো দলই তাই করেছে। ৬ উইকেট হারিয়ে ৫৭৫ রান করার পর ইনিংস ঘোষণা করে সফরকারীরা। টানা দুই দিন ফিল্ডিংয়ের পর শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ৩৮ রানে চার উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। ফিল্ডিংয়ের ক্লান্তি কি প্রভাব ফেলেছে ব্যাটিংয়ে?

মুশতাক বলেন, ‘হ্যাঁ, এটা প্রভাব রাখতে পারে। কিন্তু পেশাদার দল এভাবে ভাবতে পারে না। তাদের যতটা সম্ভব কঠোর পরিশ্রম করতে হবে। চার উইকেট হারানো খুব বড় বিষয় না। একজন কোচের যেকোনো পরিস্থিতিতে বলতে হবে তাদের লড়াই করতে ও বিশ্বাস রাখতে। ’

যে উইকেটে পাঁচশর বেশি রান করেছে প্রোটিয়ারা, ক্যারিয়ারের প্রথমবারের মতো সেঞ্চুরি পেয়েছেন তিন ব্যাটার; সেখানেই বাংলাদেশের ব্যাটাররা হয়ে পড়েছেন দিশেহারা। এতে অবশ্য বাংলাদেশের ব্যাটারদের স্কিলের ঘাটতি দেখছেন স্পিন বোলিং কোচ মুশতাক।

তিনি বলেন, ‘স্কিলের ঘাটতির ব্যাপারে আমি একমত নই। হয়তো ধৈর্যের মাত্রা আরও ভালো হতে পারে। আমার মতে, টেস্ট ক্রিকেট হলো পরিস্থিতি বুঝে খেলার বিষয়। শেষের ৪০ মিনিট... টেস্ট ক্রিকেটে এই ধাপটা আপনাকে পার করতে হবে যখন কঠিন সময় আসবে। আমার মতে, সাদমান খুবই দুর্ভাগা ছিল। লেগ স্টাম্পের বাইরের বলে কট বিহাইন্ড হয়ে গেল। এসব জায়গায় দল হিসেবে আমাদের উন্নতি করতে হবে। ’

উইকেট নিয়ে মুশতাক বলেন, ‘ক্রিকেট মজার খেলা। ওয়ানডে বা টেস্ট, যাই হোক, এখানে বেসিক ঠিক রাখতে হবে। আপনাকে পরিস্থিতি ও কন্ডিশন বুঝে বেসিকটা ঠিক রেখে খেলতে হবে। এই খেলাটা মূলত বিশ্বাসের। আমি মনে করি, দলের তরুণ ক্রিকেটাররা শিখছে। ’

‘জাকির, সাদমানরা বিদেশি কোচ হিসেবে আমার জন্য নতুন। এসব জায়গায় আমাদের উন্নতি করতে হবে। ভুলে গেলে হবে না, পাকিস্তান সিরিজে তারা অনেক ভালো খেলেছে। ২৬ রানে ৬ উইকেট পড়ার পরও ম্যাচ জিতেছে। বারবার এটা বলায় আমি দুঃখিত। কিন্তু এটাই প্রমাণ, যা আমরা কোচরা দেখিয়ে বলি- তোমরা ঘুরে দাঁড়াতে পারো। বিশ্বাস রেখে স্কিলে উন্নতি করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।