ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাফুফের এজিএমে পাস হয়নি ৬১ কোটি টাকার বাজেট, চলছে ভোটগ্রহণ

নিউজরুম এডিটর, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
বাফুফের এজিএমে পাস হয়নি ৬১ কোটি টাকার বাজেট, চলছে ভোটগ্রহণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ। দুপুর ২টা থেকে শুরু হয়েছে তা।

এর আগে এজিএম অনুষ্ঠিত হয় সেখানে পাশ হয়নি ২০২৫ সালের বাজেট।  

প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয় ৬১ কোটি টাকা। কিন্তু তাতে ১৪ কোটি টাকার ঘাটতি রয়েছে। দু -একটি খাতে সংশোধনী আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এরপর তা পরবর্তী কমিটির এজিএমে পাস হবে।

এজিএম শেষে বাফুফের বর্তমান সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘এজিএমে গত বছরের রিপোর্ট পেশ করেছেন সাধারণ সম্পাদক। নতুন বছরের প্রস্তাবিত বাজেটও দেওয়া হয়েছিল। তবে অধিকাংশ ডেলিগেটের দাবি ছিল, যেহেতু নতুন কমিটি আসছে, নতুন কমিটির সামনেই যেন সেটা পেশ করা হয়। তো সেটা আগামীতে উপস্থাপন করা হবে। ’

এজিএমে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিনিধি প্রথমবার বক্তব্য দিয়েছেন। ইমরুল বলেন, ‘এই প্রথমবার ডায়াসে এসে এনএসসির প্রতিনিধি বক্তৃতা দিয়েছেন এবং সরকারের কিছু দিক-নির্দেশনা ডেলিগেশনের সামনে উপস্থাপন করেছেন। অন্যান্য এজিএমের চেয়ে এই এজিএমের বিশেষত্ব ছিল এটা। ’

বিদায়ী কমিটির শেষ এজিএম ছিল এবার৷ ১৬ বছর পর বাফুফের সভাপতির চেয়ারে বসছেন নতুন কেউ। থাকছেন না কাজী সালাউদ্দিন। এ নিয়ে ইমরুল বলেন, ‘সালাউদ্দিন ভাই তার বিদায়ী ভাষণে যেটা বলেছেন, ডেলিগেটরা যেন নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সততা দেখায়। যাদের ফুটবল সম্পর্কে যাদের ধারণা আছে, ফুটবল যারা পছন্দ করে- এরকম সৎ ও নিষ্ঠাবান ফুটবলপ্রেমী যারা আছেন, তাদের নির্বাচন করার জন্য আহ্বান করেছেন। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এএইচএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।