ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘একজন খেলোয়াড় তো ৫০ বছর খেলবেন না’, সাকিবকে নিয়ে তাইজুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
‘একজন খেলোয়াড় তো ৫০ বছর খেলবেন না’, সাকিবকে নিয়ে তাইজুল

তাইজুল ইসলামের সঙ্গে সাকিব আল হাসানের নামটা যেন জুড়ে আছে পুরোপুরিভাবে। সাকিব যখন খেলেছেন তখন, অথবা তিনি যখন খেলেননি তখনও।

 দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের পর সংবাদ সম্মেলনেও তেমনই হলো।  

তাইজুলের সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এলেন সাকিব। এদিন দুইশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তাইজুল। বাঁহাতি এই স্পিনারের কাছে প্রশ্ন ছিল, সাকিব না থাকা অবস্থায় এখন তারা কীভাবে মানিয়ে নেবেন?  তাইজুল তুলে ধরেছেন সেই বাস্তবতা।

তিনি বলেন, ‘প্রথম প্রশ্ন হচ্ছে আপনার সাকিব ভাই নাই, তাই তো। সাকিব ভাই ছাড়া যে আমি খেলিনি তা তো না। আমি থাকা পর্যন্ত অনেক ম্যাচ সাকিব ভাই ছাড়া খেলছি। আমরা নিউজিল্যান্ডে টেস্ট জিতছি, সাকিব ভাই ছিলেন না, আমরা যখন নিউজিল্যান্ডের সঙ্গে এখানে ম্যাচ জিতছি; তখনও সাকিব ভাই ছিলেন না। এরকম অনেক উদাহরণ আছে। আসলে আপনি তো একটা খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না। ’

‘কখনো একজন আসবে, একজন যাবে। ১০ বছর, ১৫ বছর, খুব বেশি হলে ২০ বছর; এটা আমাদের মেনে নিতেই হবে। আসলে কোনো সন্দেহ নেই উনি অনেক ভালো খেলোয়াড় ছিলেন। কিন্তু আমরাও দোয়া করবো, আপনারাও দোয়া করবেন উনার মতো যেন আরেকজন আসে বা এখন যারা আছে তারাও যেন ভালো পারফরম্যান্স করে। ’

‘আসলে আমাদের দেশে সত্যি কথা বলতে কী, অনেক কিছুই মুখে মুখে হয় আর কী। মুখে মুখে বিষয়টা হলো, অনেকে আছে খারাপ করেও অনেক সময় আছে ট্রল হতে হতে তারকা হয়ে গেছে। আবার অনেক ভালো করে তারকা হতে পারেনি। এরকম অনেক হয়েছে। আমি এটা মেনে নিয়েছি। মেনে নেওয়া ছাড়া কোনো (উপায়) নেই। ’

বাংলাদেশ সময় : ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।