ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল, একাদশে চার পরিবর্তন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল, একাদশে চার পরিবর্তন

রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের দশম আসর শুরু করেছিল ফরচুন বরিশাল। এরপর অবশ্য টানা দুই ম্যাচে হারতে হয়েছে তাদের।

এবার নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে তারা।

আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।  

হারের বৃত্ত ভাঙতে গত ম্যাচের একাদশে চারটি পরিবর্তন নিয়ে নেমেছে বরিশাল। আর তাতে আসরে প্রথমবারের মতো মাঠে নামছেন তাইজুল ইসলাম, আহমেদ শেহজাদ, কামরুল ইসলাম রাব্বি ও ইয়ানিক ক্যারিয়া।

অন্যদিকে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জয়ের মুখ দেখেছে চট্টগ্রাম। জয়ের ধারায় থাকায় উইনিং কম্বিনেশনে কোনো পরিবর্তন আনেনি তারা।  

ফরচুন বরিশাল (একাদশ): তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, দুনিথ ওয়েললাগে, আব্বাস আফ্রিদি, কামরুল ইসলাম, তাইজুল ইসলাম, ইয়ানিক ক্যারিয়া।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (একাদশ): আবিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, ইমরান উজ্জামান (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্পার, শুভাগত হোম (অধিনায়ক), নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।