ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ টিভিতে দেখা যাবে কি না নিশ্চিত নয় বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মে ৪, ২০২৩
বাংলাদেশের ম্যাচ টিভিতে দেখা যাবে কি না নিশ্চিত নয় বিসিবি

বাংলাদেশ দল এখন আছে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তামিম ইকবালের দল।

সিরিজটি আবার ওয়ানডে সুপার লিগের অংশ। তবে তিনটি ম্যাচ বাংলাদেশ থেকে দর্শকরা টিভিতে দেখতে পারবেন কি না, এখনও নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

মূলত ব্রডকাস্টিংয়ের দায়িত্ব থাকে স্বাগতিক বোর্ডের হাতে। জানা গেছে, একই সময় আইপিএলের স্বত্ব কিনে রাখায় আইরিশদের বিপক্ষে সিরিজ নিয়ে আগ্রহী নয় বাংলাদেশের টিভি চ্যানেলগুলো। এই সিরিজ সম্প্রচার নিয়ে বৃহস্পতিবার মিরপুরে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেন, ‘আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি ও জানতে চেয়েছি যে বাংলাদেশ অঞ্চলে কোন চ্যানেলে খেলা দেখা যাবে? তারা বিষয়টা এখনও নিশ্চিত করতে পারেনি। সেই কারণেই হয়তো তারা আমাকে জানায়নি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব জানতে পারব। তারা যদি ঠিক করতে পারে জানিয়ে দেব। ’

বাংলাদেশে সম্প্রচারের ব্যাপারে কতটুকু আশাবাদী এ নিয়ে বিসিবি সিইও বলেন, ‘ব্রডকাস্টের বিষয়টা পুরোপুরি নির্ভর করে স্বাগতিক বোর্ডের ওপর। তারাই এটা ঠিক করে। তারা যখন কোনো দেশে যায়, সেই স্বাগতিক বোর্ডের দায়িত্ব এটা। তারা তাদের বিষয় যখন কনফার্ম করবে, তারা জানাবে। তখনই একমাত্র আমরা জানাব। ’

‘আপনাদের মতো আমরাও আশা করি, বাংলাদেশের সাধারণ দর্শকরা যেন খেলা দেখতে পারে। সেজন্য আমাদের জানতে চাওয়া, আমাদের তাদের সঙ্গে যোগাযোগ করা। ’ 

টিভিতে খেলা না দেখালে বিকল্প হতে পারে আইসিসি টিভি। এ নিয়ে সিইও বলেন, ‘এটা ভিন্ন প্ল্যাটফর্ম এবং এটা আরেকটা বিকল্প। আমাদের জানতে চাওয়াটা মূলত টিভিতে বা চ্যানেলে বা কোন মাধ্যমে খেলাটা দেখাবে। আমরা জানতে পারব। ’

বাংলাদেশ সময় : ১৮০৭ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।