ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘স্মার্ট’ তামিম পর্দার আড়ালে ‘অনেক কিছুই করছেন’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
‘স্মার্ট’ তামিম পর্দার আড়ালে ‘অনেক কিছুই করছেন’ ছবি: উজ্জ্বল ধর

হারতে হারতে খাদের কিনারায় চলে গিয়েছিল খুলনা টাইগার্স। অবশেষে রংপুর রাইডার্সের বিপক্ষে এসে স্বস্তির জয় পেয়েছে তারা।

দলটিকে হারিয়েছে ৯ উইকেটের ব্যবধানে। এই ম্যাচে কেবল ১৩০ রানের লক্ষ্য পায় খুলনা। উদ্বোধনী ব্যাটার তামিম ইকবাল ৪ চার ও ২ ছক্কায় ৪৭ বলে অপরাজিত থাকেন ৬০ রান করে।  

এবারের বিপিএলে শুরুটা ভালো হয়নি তামিমের। আগের তিন ম্যাচের দুটিতেই আউট হয়েছিলেন এক অঙ্কের ঘরে। রংপুর রাইডার্সের বিপক্ষে তার সোমবারের ইনিংসকে ‘স্মার্ট’ বলছেন খুলনা টাইগার্সের পেসার পল ফন মেকেরিন। তিনি বলছেন, ইনিংসের নিয়ন্ত্রণ ছিল তামিমের হাতে।  

তিনি বলেন, ‘আমার মনে হয় ওর ওপর চাপটা কম ছিল। আমাদের প্রতি বলে এক রান করে প্রয়োজন ছিল। আর আমাদের দুটো বড় ওভার এসেছিল, দশের মতো এসেছে, সেটা শুরুর আট-নয় ওভারে। চাপটা সরিয়ে দিয়েছিল। সে ইনিংস ও টেম্পোটা নিয়ন্ত্রণ করছিল। যখন মনে করেছে সে কোনো বোলারকে উড়িয়ে মারতে পারবে, সে তা করেছে। সে স্মার্ট, ক্যালকুলেটেড ক্রিকেট খেলেছে। ’

তিন ম্যাচ হারার পর স্বাভাবিকভাবেই খুলনার ড্রেসিং রুমে ছিল অস্বস্তি। পল ফন মেকেরিন অবশ্য সেটি স্বীকার করছেন না। অধিনায়ক না হলেও তামিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পর্দার আড়ালে, জানিয়েছেন তিনি।  

মেকেরিন বলেন, ‘আমার মনে হয় সে পর্দার আড়ালে অনেক কিছুই করছে। দলকে সাহায্য করছে, ম্যানেজমেন্টকে সাহায্য করছে। নিজের অভিজ্ঞতাটা ভাগ করছে ইয়াসিরের সঙ্গে, যার কারণে ইয়াসির খুব দ্রুত শিখতে পারছে। আর আজ আমাদের মনে হচ্ছিল আমরা জানতাম আমরা কী করছি। ’

‘আমরা (আমাদের আইডিয়া নিয়ে) অনেক পরিষ্কার ছিলাম। ওয়াহাব দারুণ একটা ওভার করল শেষে, যখন বৃত্তের বাইরে ৪ জন ফিল্ডার ছিল। আমরা সময় কী করে হারালাম, এটা খুঁজে পাচ্ছি না। এ নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে, যেন ওভাররেটের মাসুল গুনতে না হয় আমাদের। ’

টানা তিন ম্যাচ হারের পর দলের ওপর চাপ ছিল কি না এমন প্রশ্নের জবাবে মেকেরিন বলেন, ‘না আসলে। আমার যা মনে হয়েছে, টিম মিটিংয়ে সব কিছু আমি বুঝি না। আমরা খুব শান্ত ছিলাম, জানতাম যে আমরা ভালো ক্রিকেট খেলছি। দুটো ম্যাচে শেষ ওভারে হেরেছিলাম। আমরা হাল ছাড়িনি, আমরা সবসময়ই চেষ্টা করেছি, বিশেষত বল হাতে। প্রথমবারের মতো টস জেতাটা হয়তো সাহায্য করেছে, আশা করছি এরপর টসও জিততে থাকব... (হাসি)। ’

‘আজ আমরা ভালো পারফর্ম করেছি, তবে উন্নতির আরও জায়গা আছে। যেমন ধরুন ফিল্ডিংয়ে, ব্যাক আপ দেওয়া, বল চাওয়ার ক্ষেত্রে। বেশ কিছু ক্যাচ ছেড়েছি আমরা। যোগাযোগ ভালো ছিল না। কার ক্যাচ সেটা নিয়ে দ্বিধা ছিল। সেসব বিষয়ে আরও নিখুঁত হতে হবে। কারণ এসব ক্যাচ ফেলার মাসুল গুণতে হতে পারে আমাদের। আজ হয়তো হয়নি... তবে এসব বিষয়ে আরও নিখুত হতে হবে আমাদের। টুর্নামেন্টটা না জেতার কোনো কারণই নেই। ’

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।