ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বানিয়াচংয়ে খাঁচায় বন্দি মেছো বিড়াল উদ্ধার   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
বানিয়াচংয়ে খাঁচায় বন্দি মেছো বিড়াল উদ্ধার
  

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মৎস্য ঘেরের ফাঁদে ধরা পড়া একটি বিপন্ন মেছো বিড়াল তিনদিন খাঁচায় বন্দি থাকার পর উদ্ধার করা হয়েছে।
 
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার প্রথম রেখ মহল্লায় লিলু মিয়ার বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর।


 
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বাংলানিউজকে জানান, মেছো বিড়ালটি মুখে আঘাত পেয়েছে। তিনদিন ধরে খাবার না দেওয়ায় প্রাণীটি অসুস্থ হয়ে পড়েছে। মেছো বিড়ালটি উদ্ধার করে প্রথমেই খাবার দেওয়া হয়েছে। আপতত তাদের কার্যালয়ে রাখা হয়েছে। চিকিৎসা দেওয়ার পর তাকে উপযুক্ত জায়গা নির্বাচন করে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।
 
বানিয়াচং উপজেলার দুই চিকিৎসক মঈনুল হাসান শাকিল ও মুবিন ঠাকুর বিপন্ন এ প্রাণীটি উদ্ধারে বনবিভাগকে সহযোগিতা করেছেন বলেও তিনি জানিয়েছেন।
 
এর আগে গত শুক্রবার প্রথম রেখ মহল্লার লিলু মিয়া তার মৎস্য ঘেরে ফাঁদ পেতে এ মেছো বিড়ালটি ধরে খাঁচায় বন্দি করে রাখেন।
 
তোফায়েল আহমেদ চৌধুরী আরও বলেন, অগ্রহায়ণ মাসে হাওরাঞ্চলে মাছের উৎপাদন বেশি হয়। মেছো বিড়াল রোগাক্রান্ত মাছ খেয়ে খামারির উপকার করে থাকে। তাদের ওপর আক্রমণ করা ঠিক নয়। প্রকৃতিতে নিরাপদ বিচরণ নিশ্চিত না করতে পারলে বিপন্ন এ প্রাণী এক সময় বিলুপ্ত হয়ে যাবে।
 
বিগত কয়েক দশকে এগুলোর সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। জনবসতি স্থাপন, কৃষিজমিতে রূপান্তর, জলাভূমিগুলো দিন দিন সংকুচিত ও হ্রাস পাওয়াই এর মূল কারণ। এছাড়া খাবারের খোঁজে লোকালয়ে এসে মারা পড়ছে অসংখ্য মেছো বিড়াল। তাই আইইউসিএন ২০০৮ সালে মেছো বিড়ালকে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করে। ভারতের পশ্চিমবঙ্গ এটিকে সেই রাজ্যের জাতীয় প্রাণীর তকমা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।