ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর বন্যার পানির চাপে ভাঙল মুছাপুর রেগুলেটর

ফেনী: ভারতের ত্রিপুরা, কুমিল্লা ও ফেনী থেকে নেমে আসা উজানের পানির তীব্র চাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর ভেঙে গেছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

আশ্রয়ের জন্য স্থানীয় হাজারও মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছে।  এতে ফেনীসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।   

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই রেগুলেটরটি ভেঙে যায় বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।  

স্থানীয়া জানান, আজ সকাল ১০টায় ভারতের পানির চাপে কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটরটি ভেঙে যায়। এতে ভাটার সময় বন্যার পানি নামলেও জোয়ারের সময় লোকালয়ে লবণাক্ত পানি ঢুকবে। এতে একদিকে লোকালয় আরও প্লাবিত হবে, অন্যদিকে লবণাক্ততায় বিশুদ্ধ পানির সংকট দেখা দেবে।

এদিকে নোয়াখালীতে ক্রমশ বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। উজান থেকে নেমে আসা পানিতে গত ২৪ ঘণ্টায় লোকালয়ে এক থেকে দেড় ফুট পানি বেড়েছে। কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের বিভিন্নস্থানে পানি বাড়ায় যেকোনো সময় যোগাযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। জেলায় খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।