ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

৪২ হাজার টাকা বেতনে সিপিডিতে চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
৪২ হাজার টাকা বেতনে সিপিডিতে চাকরির সুযোগ

দি সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট। পদের সংখ্যা: নির্ধারিত না। আবেদন যোগ্যতা: যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে।

এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বিশেষ করে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। প্রার্থীকে ডাটাবেজ, ফাইল ম্যানেজিং, প্ল্যানিং ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে জানাশোনা থাকতে হবে।

বেতন: ৪২ হাজার টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের সিভি পাঠাতে হবে [email protected] এ ঠিকানায়। প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা, ভাইভা ভয়েজ ও কম্পিউটার টেস্টের মাধ্যমে।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।