স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নবম গ্রেডে ১৮১ জন সহকারী প্রকৌশলী নিয়োগ দেবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এসব কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ১৮১
যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পুরকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব দ্য ইঞ্জিনিয়ার্সের (এএমআইই) পুরকৌশল বিষয়ের সেকশন ‘এ’ ও ‘বি’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)
আবেদনের বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন যেভাবে—
প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে। ওয়েবসাইটে নন-ক্যাডার অপশনে ক্লিক করলে নন-ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, এসএমএসের মাধ্যমে ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তিসংক্রান্ত নির্দেশাবলির রেডিও বাটন দৃশ্যমান হবে।
ফরম পূরণের আগে অবশ্যই আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংকে দেখে নিতে হবে।
আবেদন ফি—
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৫ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ সময়: ০৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এসএএইচ