ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

২২৪৯০ টাকা বেতনে ইলিশ উন্নয়ন প্রকল্পে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
২২৪৯০ টাকা বেতনে ইলিশ উন্নয়ন প্রকল্পে চাকরি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’র অধীনে অস্থায়ীভাবে রাজস্ব খাতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  

‘ক্ষেত্র সহকারী’ নামের ১টি পদে মোট ১৪৩ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৎস্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তি অনুসারে এ পদে যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। ‘ক্ষেত্র সহকারী’ পদের জন্য আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা
ক্ষেত্র সহকারী: ১৩৪
গ্রেড: ১৩
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের যোগ্যতা

ক্ষেত্র সহকারী পদে আবেদনের জন্য কমপক্ষে এইচএসসি পাস (বিজ্ঞান বিভাগ), যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে ৪ বছরের মৎস্য কোর্সে উত্তীর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২৫-০৩-২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইট (http://fisheries.gov.bd/) থেকে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে আগামী ২৫ অক্টোবরের মধ্য

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২‌১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।