ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা ৩১ আগস্ট

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা ৩১ আগস্ট

আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ১ হাজার ৬৬৩ জন সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

আগামী ৩১ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে।

পূর্ণমান ১০০ নম্বর। ঢাকা সিটি করপোরেশনের ৮২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।  

যেসব প্রার্থী ইতোমধ্যে অনলাইনে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করেছেন শুধুমাত্র তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে একঘন্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।

উল্লেখ্য, সমন্বিত নিয়োগ পরীক্ষার মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেডে ৫২৭ জন, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১ জন, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩৯ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫১ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ১ জন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ৭০ জন সিনিয়র অফিসার নেওয়া হবে।

পরীক্ষার আসনবিন্যাস দেখুন:


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।