ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

বিসিএস ২৯ তম ব্যাচের সম্মিলন ২৮ জুলাই

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
বিসিএস ২৯ তম ব্যাচের সম্মিলন ২৮ জুলাই ২৯ তম বিসিএস (প্রশাসন) ফোরামের ইফতার মাহফিল

২৯ তম বিসিএস (প্রশাসন) ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে ১৬ জুন শুক্রবার এ আয়োজন করা হয়।

ইফতার শেষে অনুষ্ঠিত সভায় ২৯তম ব্যাচের ছয় বছর পূর্তি উপলক্ষে আগামী ২৮ জুলাই সম্মিলনের তারিখ নির্ধারণ করা হয়। এ উপলক্ষে একটি সুভ্যেনির প্রকাশনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানকে সুভ্যেনির প্রকাশনা কমিটির আহ্বায়ক ও নাজমুল সরকারকে বাজেট কমিটির আহ্বায়ক ঘোষণা করা হয়। ইফতার মাহফিল ও সভায় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি মমতাজ বেগম, সহসভাপতি রাকিবুর রহমান খান, সানজিদা ইয়াছমিন ও সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেনসহ অন্যান্য সদস্যরা।

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।