ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

বিনামূল্যে ছয়মাস মেয়াদী প্রশিক্ষণ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
বিনামূল্যে ছয়মাস মেয়াদী প্রশিক্ষণ

দেশের বেকার যুবশক্তিতে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রশিক্ষণ দেবে জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ দেয়া হবে।

পাশাপাশি প্রশিক্ষণার্থীরা প্রতি মাসে পাবেন মাসিক ভাতা। স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেপ) অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচী পরিচালিত হবে।

চারটি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে। এগুলো হলো- গ্রাফিক্স ডিজাইন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স। সকল কোর্সের মেয়াদ ছয় মাস। প্রত্যেক ট্রেডে আসন সংখ্যা ৩০।

গ্রাফিক্স ডিজাইন কোর্সে ভর্তির জন্য কমপক্ষে এসএসসি পাস হতে হবে। অন্যান্য কোর্সে অষ্টম শ্রেণি পাস হলেই ভর্তি হওয়া যাবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

আগ্রহী প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব/ জন্ম সনদের সত্যায়িত ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর ২০১৬।

প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে ০১৭৫৩-২৫৬৬০০ নম্বরে যোগাযোগ করা যাবে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন-

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।