ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

সিপিডিতে চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, মে ২৩, ২০২৪
সিপিডিতে চাকরির সুযোগ

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি গবেষণা সহযোগী পদে কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট (গবেষণা সহযোগী)
পদসংখ্যা: উল্লেখ নেই

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে ভালো ফলসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। স্ট্যাটিস্টিক্যাল ও ইকোনমেট্রিক্যাল অ্যানালাইসিসের জন্য এক্সেল, এসটিএটিএ, আর, পাইথন, ইভিউজ, টাবলিউ, পাওয়ারবাআই সফটওয়্যারের কাজ জানতে হবে। একাডেমিক প্রকাশনা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করার অভিজ্ঞতা অথবা পেশাগতভাবে ফ্রিল্যান্স বা বিশ্ববিদ্যালয়ে কোর্সওয়ার্কের অংশ সংযুক্ত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।  

বেতন: মাসিক ৬১ হাজার ৬০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই লিংকে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। শুধু বাছাই করা প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার দক্ষতা পরীক্ষা নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ: ২ জুন ২০২৪

বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, মে ২৩, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।