ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্ব ইজতেমা

ইজতেমা ময়দানের জুমায় মুসল্লিদের ঢল

শেখ জাহাঙ্গীর আলম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
ইজতেমা ময়দানের জুমায় মুসল্লিদের ঢল দুপুর গড়াতেই ইজতেমা ময়দান অভিমুখে মুসল্লিদের ঢল নামে। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইজতেমার ময়দান (টঙ্গী) থেকে: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের জুমার নামাজ আদায়ে মুসল্লিদের ঢল নেমেছে। ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকাগুলো থেকে ইজতেমা ময়দানে যোগ দিয়েছেন লাখো মুসল্লি।

এখানে জুমার নামাজে ইমামতি করছেন দিল্লি মারকাজের আমির মাওলানা কান্ধলভী।  

শুক্রবার (২০ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫২তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

দুপুর গড়াতেই ইজতেমা ময়দান অভিমুখে মুসল্লিদের ঢল নামে।  

জুমার নামাজের আগে পুরো ইজতেমা ময়দান জনসমুদ্রে পরিণত হয়েছে। এখানে আসা মুসল্লিদের কারও হাতে নামাজের জায়নামাজ, কারও হাতে মাদুর। বয়স্কদের সঙ্গে সঙ্গে জুমায় যোগ দিতে দেখা যাচ্ছে শিশুদেরও। ময়দানের মোট ১৭টি প্রবেশ পথ দিয়েই জুমায় যোগ দিচ্ছেন মুসল্লিরা। প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ইজতেমার স্বেচ্ছাসেবকরা।

ময়দানের ৮ নম্বর গেটের পাশে দেখা যায়, মুসল্লিরা যেমন জায়নামাজ-মাদুর নিয়ে প্রবেশ করছেন, তেমনি কিছু মুসল্লি আশপাশের দোকানগুলো থেকে পলিথিন বা কাগজ কিনে ময়দানে প্রবেশ করছেন। বাইরে আবার জায়নামাজ বিক্রি করতে দেখা যাচ্ছে হকারদের।

জুমার ময়দানে প্রবেশের সময় রামপুরা থেকে আগত মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, এবারের ইজতেমার আখেরি জুমা এটা। অনেক বড় জামাত। একসঙ্গে লাখো মানুষ নামাজ আদায় করবে, আমিও এই সোয়াবের ভাগীদার হতে এসেছি।  

ইজতেমা ময়দানকে ঘিরে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। লাখো মুসল্লির নিরাপত্তায় ৠাব, পুলিশ, এপিবিএন, গোয়েন্দা পুলিশ (ডিবি), সাদা পোশাকে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ১০ হাজার সদস্য কাজ করছেন তুরাগ তীর ঘিরে।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এসজেএ/এইচএ/

আরও পড়ুন
** আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।