ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

পাহাড়চূড়ায় চোখের সামনে  রংধনুর ’পর রংধনু (ভিডিওসহ)

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
পাহাড়চূড়ায় চোখের সামনে  রংধনুর ’পর রংধনু (ভিডিওসহ)

নীলাচল, বান্দরবান থেকে: ‘সাক্ষাৎ ভাগ্য’ বোধহয় একেই বলে! চোখের সামনে এভাবে রংধনু তৈরি হতে দেখা! তাও আবার পাহাড়চূড়া থেকে! সেটি আবার বান্দরবান শহরের আশপাশের সবচেয়ে সুন্দর পাহাড় নীলাচলে! ভাগ্যদেবতা নিশ্চয় প্রসন্ন ছিলেন। না হলে কোনো পূণ্য কাজের ফল! এছাড়া দ্বিতীয় কোনো তুলনা, উপমা, প্রতীক কিছু খুঁজে পাচ্ছি না।

 


 
শহর থেকে নীলাচলের আকাশনীল ছাউনির পাহাড়কোলে ঝুলতে থাকা কটেজে নামছিলাম কাঠের সিঁড়ি বেয়ে। পাহাড়ের ওপর দিয়ে তখন ওড়াউড়ি করছে মেঘদল। বান্দরবান শহরের দিকে তখন রোদ। সেটা স্পষ্ট দৈত্যাকার এক স্পট লাইটে! একে প্রাকৃতিক স্পটলাইটই বলা চলে! মেঘের গোমর ভেঙে রসিক রবিরাজের উঁকি সবুজ পাহাড়চূড়ায়। একপাশে বান্দরবান শহর একপাশে বৌদ্ধজাদি মন্দির। মাঝেই চলছিলো এ আলো-ছায়ার খেলা। ক্যামেরার লেন্স ঘোরাতে ঘোরেতেই আচমকা জমতে শুরু করলো রঙের রেখা। শহরজুড়ে ততক্ষণে রোদ থেকে তুমুল শব্দে বৃষ্টি। নীলাচলে আলো-ছায়া। অদ্ভুত এক রসায়ন।


 
হলুদ ও কমলা রঙের ডালি তখন কেবল মেলে বসতে শুরু করেছে পাহাড়ের কোলে। সঙ্গে সবুজ, লাল যোগ দিতে গাঢ় থেকে হতে শুরু করলো গাঢ়তর।


 
কিছুক্ষণের মধ্যেই রূপ নিতে থাকে অর্ধবৃত্তের। রঙের সঙ্গে এসে জোটে আরেক রং বেগুনি, নীল, আসামানী। তারা আবার জোড়ে নতুন রেখা। পূর্ণ হয় সে ঐশ্বরিক সৌন্দর্যের নৈসর্গিক যৌবন।


 
দেখে মুহূর্তের জন্য ভাষা হারিয়ে ফেলার আরও কতগুলো কারণ ঘটলো বটে। রংধনু রেখা আস্তে আস্তে নেমে যেতে থাকলো পাহাড়ের সবুজ গাছ ভেদ করে। অপরদিকে ওপরেও বেড়ে রূপ নেয় অর্ধবৃত্তে।


 
আরও কিছু অপেক্ষা করছিলো তখনও। প্রকৃতি যে এতো আয়োজন একসঙ্গে করবে তা কেউ আগে থেকে ভেবেও রাখতে পারে না। রংধনুর একটু উপরে জমতে শুরু করলো আরও একটি!


 
এটাও কি সম্ভব! বারবার বিস্মিত হচ্ছিলাম টিমের সবাই। এটাও হয়! মুহূর্তে তৈরি হলো আরও একটি রংধনু। বলা যায় রংধনুর উপর রংধনুর। যেন সুন্দরকে সুন্দরের টেক্কা দেওয়ার চেষ্টা! 


 
একরাশ ভালোলাগা, মুগ্ধতা ছড়িয়ে আধাঘণ্টার কিছু বেশি সময়ে বিকেলটা করে রাখলো চিরস্মরণীয়। এমন সুযোগ আর কখনো আসবে কিনা জানি না।  

আরও পড়ুন:

**ইউরোপ-আমেরিকাকেও পায়ে ঠেলবে রাঙামাটির লংগদু
**ধসে যাচ্ছে রাঙামাটি শহরের পর্যটন
** রাঙামাটিতে বোটভাড়া নিয়ে ঠকবেন না যদি…
**বিকেলটা কাটুক হেরিটেজ পার্কে
**দক্ষিণ এশিয়ার বৃহত্তম বুদ্ধমূর্তির দেশে
**পাহাড়ের ঐতিহ্যবাহী সব খাবার ‘সিস্টেমে’
**বাঁশের ভেতর মুরগি, পদের নাম ব্যাম্বো চিকেন
**পাহাড়ের সবুজ মাল্টায় দেশজুড়ে বিপ্লব

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
এএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ