ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

কাতারে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
কাতারে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন কাতারে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাতার: বিপুল উৎসাহ ও যথাযোগ্য মর্যাদায় কাতারে বাংলাদেশ দূতাবাসে উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস।

শনিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর দোহায় আল হেলাল এলাকায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এসময় এক মিনিট নীরবতা পালন করে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও পাসপোর্ট বিভাগের প্রথম সচিব নাজমুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান কাউন্সিলররা।

এসময় তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ