ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় ৩ মুক্তিযোদ্ধার বিদায় সংবর্ধনা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
জেদ্দায় ৩ মুক্তিযোদ্ধার বিদায় সংবর্ধনা

রিয়াদ: ৭১'র রণাঙ্গনের তিন মুক্তিযোদ্ধাকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সৌদি আরব ইউনিট কমান্ড কাউন্সিল জেদ্দা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জেদ্দার একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা এম এ কাসেম।

সংবর্ধিত মুক্তিযোদ্ধারা হলেন-বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সৌদি আরব ইউনিট কমান্ডের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মিন্টু, বিশিষ্ট আওয়ামী রাজনীতিবিদ আবুল কাশেম সালেহ ও মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন।

বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল একেএম শহিদুল করিম।

বিশেষ অতিথি ছিলেন কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) মো. মুকাম্মেল হোসেন, কাউন্সিলর আফতাফ হোসাইন, কনসাল মো. রেজা-ই রাব্বি, কাউন্সিলর আজিজুর রহমান, জেদ্দা সোনালী ব্যাংক প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম।

বিদায়ী মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল একেএম শহিদুল করিম বলেন, আপনারা ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত প্রাণ সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন পূরণে আপনারা ছিলেন দৃঢ় সংকল্প। আপনারা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছিলেন সচেষ্ট।

তিনি আরও বলেন, প্রবাসী মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সৌদি আরব ইউনিট কমান্ড কাউন্সিল জেদ্দা ও বাংলাদেশ/কনসুলেট জেদ্দাকে সার্বিক সহযোগিতা উদ্যমী সদস্য হিসেবে আপনাদের বলিষ্ঠ অংশগ্রহণ প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিদায়ী তিন মুক্তিযোদ্ধার হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন কনসাল জেনারেল একেএম শহীদুল করিম।

এতে জেদ্দার বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনা প্রাপ্ত তিনজন মুক্তিযোদ্ধা দীর্ঘদিন জেদ্দায় কর্মজীবন শেষ করে দেশে ফিরে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ