ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

দেশে ফেরা হলো না সৌদি প্রবাসী রফিক মিয়ার

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
দেশে ফেরা হলো না সৌদি প্রবাসী রফিক মিয়ার

ঢাকা: সৌদি আরবের আবহা এলাকায় একটি কাপড়ের দোকানে কাজ করতেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রফিক মিয়া (৫৫)। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত রফিক মিয়া দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন করলেও শেষ পর্যন্ত তা হলো না।



গত ৩১ জানুয়ারি (রোববার) আবহা থেকে দেশের উদ্দেশ্যে জেদ্দা বিমানবন্দরে রওনা দেওয়ার আগ মুহুর্তে হঠাৎ মারা যান রফিক মিয়া। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

এদিকে, বাবার মরদেহ দেশে পাঠানোর জন্য রিয়াদের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন ছেলে আব্দুল কাদের। রফিক মিয়ার মরদেহ বর্তমানে মাইয়াল আম হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, প্রায় এক যুগ আগে পরিবারে একটু স্বচ্ছলতা আনার জন্য সৌদি আরব আসেন রফিক মিয়া। এরপর আবহা এলাকায় একটি কাপড়ের দোকানে কাজ করতেন তিনি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ