ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু ছবি: সংগৃহীত

রিয়াদ (সৌদি আরব): সৌদি আরবের ওয়াদি আল দাওয়াস এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।



রোববার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- সিলেটের সুনামগঞ্জের দিরাইয়ের আব্দুল্লাহ আল মামুন ও আলী আজগর। দীর্ঘদিন ধরে দাম্মামের জুবাইলে বসবাস করছিলেন তারা।

আর আহত জসিম উদ্দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও শেখ আব্দুল মান্নান মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা।

নিহতদের স্বজন দাম্মাম প্রবাসী নেয়ামত উল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, প্রবাসী চার বন্ধু মক্কায় ওমরাহ পালন শেষে ব্যবসায়িক কাজে জিজান যান। এরপর সেখান থেকে দাম্মামে যাওয়ার পথে ওয়াদি আল দাওয়াস এলাকায় তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত দু’জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ