ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

রিয়াদ: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৮টার (বাংলাদেশ সময় রাত ১১টা) দিকে এ দুর্ঘটনা ঘটে।



জানা গেছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিনের মতো ঘটনার দিনও রাত ৮টার দিকে একটি পার্কে হাঁটতে গিয়েছিলেন জামাল উদ্দিন। সেখান থেকে ফেরার সময় হাই আল যাওয়িদ নামক স্থানে একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জামাল উদ্দিন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের বাসিন্দা। এক যুগ ধরে তিনি সৌদি আরবে আছেন। সেখানে তিনি প্লাম্বারের কাজ করতেন বলে জানা গেছে।

ব্যক্তিগত জীবনে অবিবাহিত জামাল উদ্দিনের মরদেহ জেদ্দার কিং আব্দুল আজিজ হাসপাতালে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ