ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

জেদ্দা মহানগর যুবদলের বিজয় দিবস উদযাপন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
জেদ্দা মহানগর যুবদলের বিজয় দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: বাংলাদেশ জাতীয়াতাবাদী যুবদল জেদ্দা মহানগর শাখার উদ্যোগে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে স্থানীয় আল হাদিকা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই বিজয় দিবস উদযাপন ও স্থানীয় যুবদলের অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়েস আহমেদ।



মফিজুল আলম ও এম আবদুল্লাহ'র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম, জেদ্দা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তপন, পশ্চিমাঞ্চল যুবদল সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, কর্মজীবী দল সহ সভাপতি ইমন ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক, ফিরোজ শেখ, আব্দুল গাফফার প্রমুখ।

যুবদলকে আরো শক্তিশালী এবং গতিশীল করে বর্তমান সরকারের পতন ঘটাতে ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ০৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ