ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

আইডিবি ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা জিতলো শ্রীলংকা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
আইডিবি ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা জিতলো শ্রীলংকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) আয়োজিত সাত দেশের আন্তঃকনস্যুলেট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বাংলাদেশ কনস্যুলেটকে সাত উইকেটে পরাজিত করে শিরোপা জিতেছে শ্রীলংকা কনস্যুলেট দল।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সৌদি আরবের জেদ্দায় আইডিবি গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে।

পরে ১১১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৯ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে শ্রীলংকা। ৪৯ রান করে ম্যাচ সেরার পুরস্কার পান শ্রীলংকার রিনুস।

ছয় দেশের কনসাল জেনারেল ও আইডিবির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আকা উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের পুরস্কার তুলে দেন।
আন্তঃকনস্যুলেট ক্রিকেট টুর্নামেন্টের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান আইডিবির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আকা।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ